Kode Iklan atau kode lainnya

তৃণমূলে যোগ দেওয়ার অফার ছিল ১০টি সরকারি চাকরি, মোটা অঙ্কের টাকা, ক্যাবিনেট মন্ত্রী! বিস্ফোরক এই সাংসদ

নিউজ ডেস্ক: বেশকিছু দিন ধরেই জল্পনা চলছে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু যোগ দিতে পারেন তৃণমূলে। বিশেষ করে অর্জুন সিং-এর তৃণমূলে যোগদানের পর থেকেই সেই  জল্পনা আরও বেড়েছে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিলেন এই বিজেপি সাংসদ। একই সঙ্গে তৃণমূল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

খগেন মুর্মু দাবি করেছেন, তৃণমূলে যোগ দিলে দেওয়া হবে ১০টি সরকারি চাকরি। যার মধ্যে এসএসসিও রয়েছে। সঙ্গে মোটা অঙ্কের টাকা। এখানেই শেষ নয়, মিলবে ক্যাবিনেট মন্ত্রীর পদ। সাংসদের বাড়ি গিয়ে নাকি এমনই অফার দিয়েছিলেন তৃণমূলের প্রথম সারির এক নেতা ও আরও কিছু তাঁর অনুগামী।

তাঁর কথায়, তিনি সিপিএম ছাড়ার কথা ভাবছিলেন, তখনই প্রথমবার অফার আসে। কিন্ত তিনি যাননি। পরে লোকসভা নির্বাচনের ঠিক আগে উত্তর মালদার টিকিট নিয়ে বিজেপিতে যোগদান করেন। কিন্তু তাতেও মেলেনি নিস্তার। তারপরেও তাঁর কাছে এমন অফার এসেছে। সম্প্রতিও আসছে।

সাংসদ বলছেন, ‘‘আমি সিপিএম ছেড়েছিলাম নীতির জন্য। তখনও তৃণমূলে যাইনি। এখনও বিজেপিতেই থাকব। বিজপিকে দুর্বল করতেই তৃণমূল এই সব প্রচার করছে।’’

যদিও মালদা টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, ‘ওনার ভাবমূর্তি এমন কিছু নয় যার জন্য দল উপুর হয়ে ওনাকে স্বাগত জানাবে দলে আসার জন্য। তৃণমূলের এখন রমরমা বাজার। দরকার নেই কাউকে নিয়ে নেওয়ার। দল সিদ্ধান্ত নিয়েছে অন্য কাউকে নেবে না। মালদা জেলার তৃণমূল কংগ্রেস কোনও দিন খগেন মুর্মুকে দলে আসার জন্য অনুরোধ করেনি।’ 

এই বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। ওনাকে কে জিজ্ঞাসা করেছে জানি না। উনি নিজে বিজেপির সম্বন্ধেই এই কথা বলেছেন।’

close