Kode Iklan atau kode lainnya

শুভেন্দু আসলে মানসিক রোগী, সব নাটক করছে! তীব্র আক্রমণ কুণালের

নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মানসিক রোগী বলে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ‌হাওড়ার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। উল্লেখ্য, কলকাতা যাওয়ার পথে তমলুকের রাধামণি মোড়ে শুভেন্দুর গাড়ি আটকায় পুলিশ। দুই পক্ষের মধ্যে দীর্ঘ বাদানুবাদ হয়। বাদানুবাদের পর কলকাতার উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু।

শুভেন্দু অধিকারীকে মানসিক রোগী বলে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‌শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা সব নাটক করছেন। একটা ধর্মীয় আবেগে আঘাত পড়েছে। রাজনীতিবিদদের একাংশ এতে প্ররোচনা দিচ্ছেন। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, তখন ছবি তুলে খবরে ভেসে থাকার চেষ্টা করছেন। এরা সব মানসিক রোগী। শুভেন্দু মানসিক রোগী। বিজেপি নেতারা এখন গোষ্ঠী রাজনীতি করছে।’

পুলিশি বাধা আসার পর রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। বিজেপির পার্টি অফিসে যেতে বাধা না দেওয়ার আবেদন জানানো হয়। চিঠিতে শুভেন্দু অধিকারী লেখেন, ‘‌পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত। গতকাল রাত থেকে আমার কাঁথির বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়। এরপর হাওড়া গ্রামীণ ও হাওড়া কমিশনারেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে আমাকে সেখানে যেতে বাধা দেওয়া হয়।’‌ 

একইসঙ্গে কাঁথি থানার আইসি তাঁর সীমা লঙ্ঘন করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু।

close