Kode Iklan atau kode lainnya

SSC SCAM: এসএসসি নিয়োগ দুর্নীতিতে সরাসরি জড়িত মুখ্যমন্ত্রী, বিস্ফোরক দাবি শুভেন্দুর

প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। জোরকদমে চলছে সিবিআই তদন্ত। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ, এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত মুখ্যমন্ত্রী৷ সেই কারণে নিয়োগ সংক্রান্ত ডেটাবেস আদালতে দিতে ভয় পাচ্ছে স্কুল সার্ভিস কমিশন৷

নদিয়ার ধুবুলিয়ার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘‘পরেশ অধিকারীকে তাঁর মেয়ের চাকরি দেওয়ার শর্তে নিজের দলে এনেছিলেন। চাকরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি ভাবে জড়িত। সেই কারণেই সরকারি চাকরি ডাটাবেস দিতে ভয় পাচ্ছেন তিনি।’’ একই সঙ্গে শুভেন্দুর অভিযোগ, ‘‘এই সরকার শুধুমাত্র তোলাবাজি এবং বিজেপিকে কিভাবে আটকাবে, সেই কাজ করে যাচ্ছে।’’

এসএসসি দুর্নীতি নিয়ে বিগত কয়েক মাস ধরেই চাপে রয়েছে রাজ্য সরকার। বেআইনি নিয়োগের জেরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬৯ জনের। এবার নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, পরেশ অধিকারীকে তাঁর মেয়ের চাকরি দেওয়ার শর্তে নিজের দলে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চাকরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি ভাবে জড়িত। সেই কারণেই সরকারি চাকরি ডাটাবেস দিতে ভয় পাচ্ছেন তিনি।” 

close