Kode Iklan atau kode lainnya

মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের ভয় দেখাচ্ছেন, টাকার বিনিময়ে নিয়োগ করেছেন: বিকাশরঞ্জন ভট্টাচার্য

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিপ্রার্থীদের ভয় দেখাচ্ছেন বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

মঙ্গলবার আসানসোলের সভায় মুখ্যমন্ত্রী বলেন, আমার ১৭ হাজার চাকরি প্রস্তুত রয়েছে। যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য রাজ্য মন্ত্রিসভায় আরও পাঁচ হাজার চাকরির অনুমোদন করেছি। কিন্তু বিকাশবাবু মামলা করেছেন। চাকরি আটকে দিচ্ছেন। মমতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের ভয় দেখাচ্ছেন। 

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিকাশবাবু বলেন, ‘১৭ হাজার পদে তিনি দুর্নীতিগ্রস্ত নিয়োগ করেছেন। যাঁরা যোগ্য নন, তাঁদের টাকার বিনিময়ে নিয়োগ করেছেন। সেই জন্যই যাঁরা যোগ্য প্রার্থী, তাঁরা আদালতে গিয়েছেন। আদালতে আমি যাইনি। আমি তাঁদের হয়ে আদালতে সওয়াল করেছি। এটা আমার নৈতিক দায়। মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের ভয় দেখাচ্ছেন। বলছেন, মামলা প্রত্যাহার করে নাও। বিকাশবাবুর বাড়ি যাও। আমার কোনও অসুবিধা নেই, চাকরিপ্রার্থীরা আমার বাড়ি আসুন। আমি তাঁদের নিয়ে নবান্ন অভিযান করব।’

close