Kode Iklan atau kode lainnya

সহকারী অধ্যাপকে শূন্যপদ বাড়ছে, শূন্যপদ নিয়ে বড় নির্দেশ কলেজ সার্ভিস কমিশনের

 

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। সহকারী অধ্যাপক নিয়োগে শূন্যপদ বাড়ছে। শূন্যপদ বাড়াচ্ছে কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission)। ইতিমধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে কমিশন। ১৫টি বিষয়ের জন্য প্রায় আট হাজার চাকরি প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন। 

এর আগে কলেজের অধ্যাপকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করা হয়েছে। ফলে এর আগে শূন্যপদ তেমন বাড়েনি। তবে এবছর অনেকেই অবসর নেবেন। ফলে শূন্যপদ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। 

শূন্যপদ বাড়াচ্ছে কলেজ সার্ভিস কমিশন।সহকারী অধ্যাপক নিয়োগে শূন্যপদ বাড়ানো হচ্ছে। কলেজগুলি থেকে ফের শূন্যপদের তালিকা তলব করল কলেজ সার্ভিস কমিশনের। রাজ্যের সমস্ত সরকারি সাহায্য প্রাপ্ত কলেজকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্যপদ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২০২০ এর বিজ্ঞাপন মেনে কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর সহকারী অধ্যাপকের নিয়োগের জন্য প্রায় ৩৩হাজার আবেদন জমা পড়েছে। ৪৫ টি বিষয়ের জন্য সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। জানুয়ারির ১৭ তারিখ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে কমিশন। 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ বছরে কলেজ সার্ভিস কমিশন রাজ্য জুড়ে ৪৫০টি কলেজে প্রায় ৭৫০০ অধ্যাপক- অধ্যাপিকা  নিয়োগ করেছে। যার মধ্যে ২০১২ সালের বিজ্ঞাপন অনুযায়ী ১৯০০ পদের নিয়োগ হয়েছে। ২০১৫ সালের বিজ্ঞাপন অনুযায়ী, ৩৩০০ পদের নিয়োগ হয়েছে। পাশাপাশি ২০১৮ সালের বিজ্ঞাপন অনুযায়ী, ২৩০০ শূন্য পদের নিয়োগ হয়েছে। এখনও পর্যন্ত ৪৫টি বিষয় শূন্য পদের সংখ্যা ১৫০০টি হলেও সেই সংখ্যা আরও বাড়বে বলেই মত কমিশনের আধিকারিকদের।

close