Kode Iklan atau kode lainnya

ভয়ঙ্কর ঘটনা: কালো হরিণের শিকারিদের গুলিতে ঝাঁঝরা SI সমেত একাধিক পুলিশকর্মী

নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের গুনায় খুন হয়েছেন ৩ পুলিশকর্মী।  বলা হচ্ছে, তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণসার শিকারীরা।  নিহত পুলিশ সদস্যরা হলেন এসআই রাজকুমার, হাবিলদার সান্তরাম মীনা এবং কনস্টেবল নীরজ ভার্গব।  তথ্যমতে, পুলিশ গভীর রাতে খবর পায় যে কিছু লোক কৃষ্ণসার শিকার করতে এসেছে, পরে পুলিশ চোরা শিকারীদের ঘেরাও করতে গুনার হারুন এলাকায় পৌঁছেছিল, সেই সময় এই ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুনা জেলার হারুন থানার পুলিশ সদস্যরা খবর পেয়ে পাশের জঙ্গলে কালো হরিণ শিকার করার জন্য কিছু শিকারি অবস্থান করছে, তখন তাদের ঘিরে ফেলতে সেখানে পৌঁছায় ৬ জন।  এরপর চোরাকারবারি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।  এসময় চোরাশিকারিদের গুলিতে একজন এসআই ও ২ জন জওয়ান মারা যান।  এ ঘটনায় তিন কনস্টেবলও আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনা নিয়ে আজ সকাল 9.30 টায় তাঁর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেন।  এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, মুখ্য সচিব, ডিজিপি, এডিজি, পিএস হোম সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।  এখন দেখার বিষয় এই ঘটনায় সরকার কী ধরনের অবস্থান নেয়।

close