Kode Iklan atau kode lainnya

ভারতে চাঁদ দেখা যায়নি! পবিত্র ঈদ মঙ্গলবার, জানুন আপডেট

নিউজ ডেস্ক: পবিত্র ঈদ মঙ্গলবারেই পালন হবে! এখনও পর্যন্ত যা খবর তাঁতে ভারতে  শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার ৩০টি রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। 

ভারতে কবে ইদ পালন করা হবে, তা নির্ধারিত হবে আজ। রবিবার সন্ধ্যায় যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে সোমবার ইদ (Eid 2022) পালন করা হবে। যদিও একাধিক রিপোর্ট অনুযায়ী, আজ ভারতে চাঁদ দেখা যায়নি। 

তবে আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আগামীকাল অর্থাৎ সোমবার ঈদ পালন হবে। ফিলিপিন্সে ঈদ উদযাপিত হবে সোমবার। বাহারিন, লেবানন এবং প্যালেস্তাইনেও আগামিকাল ঈদ হবে। নাইজেরিয়ায় তাই হবে।

বাংলাদেশেও আজ রোববার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, আজ বাংলাদেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। সে কারণে আগামীকাল রমজান মাসের শেষ দিন হিসেবে পালিত হবে। আগামী মঙ্গলবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

close