Kode Iklan atau kode lainnya

Big Breaking: ইস্তফা দিলেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তীব্র জল্পনা

 

নিউজ ডেস্ক: ইস্তফা দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। ইস্তফা দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে ইস্তফা দিলেন তিনি। সিটি কলেজের অধ্যাপক ছিলেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁকে চেয়ারম্যান করে নিয়ে এসেছিলেন। এদিন হটাৎ পদত্যাগ করেন তিনি। তাঁর এইরূপ পদত্যাগ নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে সংস্লিষ্ট মহলে।

৪ মাস আগেই এসএসসির চেয়ারম্যান পদে এসেছিলেন  তিনি। বুধবার সন্ধেয় তিনি পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। এসএসসির নয়া চেয়ারম্যান হলেন আইএএস শুভ্র চক্রবর্তী। 

একের পর এক দুর্নীতিতে বিপর্যস্ত স্কুল সার্ভিস কমিশন। মুখ পুড়েছে রাজ্য সরকারেরও। এই অবস্থায় SSC-কে খোলনলচে বদলানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি নিয়ে নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার(State Govt)।  এমনই খবর সামনে আসছে।

স্কুল সার্ভিস কমিশনকে খোলনলচে বদলে ফেলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যার জেরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বদলে সেই জায়গায় কোনও আইএএস (IAS) আধিকারিককে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এবিষয়ে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন SSC-কে খোলনলচে বদলে ফেলার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এসএসসির দায়িত্বে থাকা একাধিক পদাধিকারিকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

নিয়োগ দুর্নীতি নিয়ে যখন নাজেহাল অবস্থা স্কুল সার্ভিস কমিশনের। তখন রাজ্যের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একে দীর্ঘদিন রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি, তারপরে যেভাবে পরীক্ষা না দিয়ে নিয়োগ পত্র দেওয়া হয়েছে, তা রাজ্যের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। এই পরিস্থিতিতে রাজ্য চাইছে SSC-কে খোলনলচে বদলানো। যাতে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা যায়। 

close