কলেজের সহকারী অধ্যাপক নিয়োগে পাঁচটি বিষয়ের ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে WBCSC! দেখেনিন ইন্টারভিউ তালিকা

২০২০ এর বিজ্ঞাপন মেনে কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর সহকারী অধ্যাপকের নিয়োগের জন

 

নিউজ ডেস্ক: ২০২০ এর বিজ্ঞাপন মেনে কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর সহকারী অধ্যাপকের নিয়োগের জন্য প্রায় ৩৩হাজার আবেদন জমা পড়েছে। ৪৫ টি বিষয়ের জন্য সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। জানুয়ারির ১৭ তারিখ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে কমিশন।

রাজ্যের কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। প্রায় এক বছর পর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে সিএসসি। নোটিশ দিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এর আগে সংস্কৃতি, এডুকেশন, ইতিহাস বিষয়ের তৃতীয় ফেজের তালিকা এবং ইংরেজি ও বাংলা বিষয়ের চতুর্থ ফেজের তালিকা প্রকাশ করেছিল কলেজ সার্ভিস কমিশন। 

এবার আরও ৫টি বিষয়ের তালিকা প্রকাশ করা হল। এর মধ্যে রসায়ন, ভূগোল, গণিত, পদার্থবিদ্যা বিষয়ের চতুর্থ ফেজের তালিকা এবং জুলোজি বিষয়ের তৃতীয় ফেজের তালিকা প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন। বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.wbcsconline.in/) ফলো করুন। তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন- 

02.05.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR CHEMISTRY- 4TH PHASE (ADVT. NO. 1/2020) DATED 02/05/2022

02.05.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR GEOGRAPHY- 4TH PHASE (ADVT. NO. 1/2020) DATED 02/05/2022

02.05.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR MATHEMATICS- 4TH PHASE(ADVT. NO. 1/2020) DATED 02/05/2022

02.05.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR PHYSICS- 4TH PHASE (ADVT. NO. 1/2020) DATED 02/05/2022

02.05.2022 : IMPORTANT NOTIFICATIONINTERVIEW SCHEDULE FOR ZOOLOGY- 3RD PHASE (ADVT. NO. 1/2020) DATED 02/05/2022


LihatTutupKomentar
close