Kode Iklan atau kode lainnya

‘রাষ্ট্রপতি নয় আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অথবা দেশের প্রধানমন্ত্রী হতে চাই’ বড় বার্তা মায়াবতীর

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নয় আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অথবা দেশের প্রধানমন্ত্রী হতে চাই! এমনই মন্তব্য করলেন দলিত নেত্রী মায়াবতী। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন মায়াবতী! এমনই চর্চা চলছে বেশকিছু দিন ধরেই। এরই মধ্যে এই বার্তা দিলেন তিনি।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন বহুজন সমাজ পার্টির কয়েকজন শীর্ষ স্থানীয় নেতারা। আর তারপরই রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির পক্ষ থেকে কটাক্ষের সুরে বলা হয়েছে যে বিএসপি সুপ্রিমো মায়াবতী দেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন।

বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির প্রধান একটি সাংবাদিক বৈঠক করে বলেন,’যোগী আদিত্যনাথের সঙ্গে ওই বৈঠকটি আমার মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্মিত স্মৃতিস্তম্ভগুলির রক্ষণাবেক্ষণের বিষয়ে ছিল। আমাদের আমলে তৈরি স্মৃতিস্তম্ভগুলি এসপি এবং বিজেপি উভয় সরকারই অবহেলিত হয়েছিল এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, এস সি মিশ্রের নেতৃত্বে বিএসপির একটি প্রতিনিধি দল যোগীজির সাথে দেখা করতে গিয়েছিল।’

একই সঙ্গে সমাজবাদী পার্টি  সুপ্রিমো তথা অখিলেশ যাদবকে কটাক্ষ করে বলেন,’ আমাকে রাষ্ট্রপতি করার যে সমাজবাদী পার্টি দেখছে সেই স্বপ্ন তাদের ভুলে যাওয়া উচিত যাতে উত্তরপ্রদেশে তাদের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার হয়। আমি কখনই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখব না কারণ আমি আরামের জীবন চাই না, সংগ্রামের জীবন চাই। আমি স্বপ্ন দেখি আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ার।’

close