Kode Iklan atau kode lainnya

SSC নিয়োগ বিতর্কে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম, “কুণাল ক্যাবিনেট সদস্য নয়, পার্থদা দায়ী হলে আমিও…

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে জোর চর্চা। নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে একাধিক মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এরই মধ্যে রাজ্যের বর্তমান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে ক্লিন চিট দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ব্রাত্যকে ক্লিন চিট দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোর্টেই বল ঠেলে দিয়েছিলেন কুণাল। 

এবার সেই নিয়েই পাল্টা মুখ খুললেন মন্ত্রী তথা কলকাতার মেয়র  ফিরহাদ হাকিম। শনিবার ফিরহাদ হাকিম জানিয়েছেন, “কুণাল ক্যাবিনেটের সদস্য নয়। আমি পার্থদার সঙ্গে ক্যাবিনেটের সদস্য। আমরা একটা বৃহত্তর পরিবার। তাই আমি মনে করি না, যেটা বলা হচ্ছে সেটা ঠিক।”

ফিরহাদ হাকিম আরও বলেন, “এত বড় মন্ত্রিসভার সদস্য আমরা। একজন মন্ত্রীর অধীনে বিরাট বড় দফতর চলে। সেখানে কে কী করছে তা মন্ত্রীর পক্ষে জানা সম্ভব নয়। যদি কোনও ঘটনা ঘটে থাকে তাহলে বিভাগীয় তদন্ত হচ্ছে। সেখানে কোনও মন্ত্রীকে জড়িয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয় না। ক্যাবিনেটের সদস্য হিসেবে আমি পার্থদাকে চিনি।” অর্থাৎ, সরাসরি কুণালকে আক্রমণ না করলেও দলের মুখপাত্রের এই ধরনের মন্তব্যে যে তিনি খুব একটা সন্তুষ্ট নন, তা ঠারেঠোরে বুঝিয়ে দিলেন ফিরহাদ হাকিম। মন্ত্রিসভায় সবার সমষ্টিগত দায় রয়েছে। পার্থ দা মন্ত্রিসভায় আমার সহকর্মী। এ ব্যাপারে তাঁর যদি দায় থাকে, তা হলে ততটা আমিও দায়ী। এমনই মন্তব্য ফিরহাদের।

উল্লেখ্য, শুক্রবার শিক্ষক নিয়োগে অনিয়ম প্রসঙ্গে তৃণমূল মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “এই সব ঘটনা বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমলে ঘটেনি। পার্থ চট্টোপাধ্যায় ছিলেন সেই সময় শিক্ষামন্ত্রী। দলের মহাসচিবও তিনিই। তাই যাবতীয় ব্যাখ্যা তিনিই দিতে পারবেন।”

শুক্রবার কুণাল দাবি করেন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তার কোনওটাই নয়া শিক্ষামন্ত্রী ব্রাত্যের আমলে হয়নি। বরং ব্রাত্য যতদিন শিক্ষামন্ত্রী আছেন, ততদিন ৯৯ শতাংশ কাজই ঠিকভাবে হয়।'

ফিরহাদ বলেন, ‘‘তৃণমূলের কোনও মন্ত্রী, নেতা অন্যায় করেননি। অন্যায় করেন না। এখানে অন্যায় হয় না। যদি কোনও পদ্ধতিগত ত্রুটি হয়, সে ক্ষেত্রে তদন্ত হতে পারে। পার্থদার মতো একই মন্ত্রিসভার সদস্য আমিও। যদি কোনও কিছু হয়ে থাকে, তা হলে তার দায় যতটা পার্থদার, ততটা আমারও। এটা আমাদের যৌথ পরিবার। আমরা কারও একার ঘাড়ে দায়িত্ব ঠেলে দিতে পারি না।’’

ফিরহাদের মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘ফিরহাদ হাকিম সিনিয়র নেতা। ওঁর কথাকে স্বাগত জানাই। কিন্তু আমি দলের কারও উপর দায় চাপাইনি।’’


close