Kode Iklan atau kode lainnya

শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য ভালো খবর, বেতন সংক্রান্ত সব নথি মিলবে অনলাইনেই

নিউজ ডেস্ক: ভালো খবর সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য। এবার বেতন সংক্রান্ত সব নথি পাওয়া যাবে অনলাইনেই। দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে সেটা এবার চালু হতে চলেছে। 

সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এবার সরকারি কর্মীদের মতো বেতন সংক্রান্ত বিভিন্ন নথি অনলাইনে পাবেন। অর্থদপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। 

সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন অর্থদপ্তরের এইচআরএমএস ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয় তাঁরা এই সুযোগ পাবেন। সরকারি কর্মীদের বেতন একই ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়। সরকারি কর্মীরা নির্দিষ্ট পোর্টালে লগইন করে তাঁর পে স্লিপ, আয়কর নথি, ছুটি এবং পিএফের তথ্য পেয়ে যান। এবার শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই সুবিধা পাবেন।

২০১৬ সাল থেকে এই ব্যবস্থা চালু হয়েছে।  শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এই সুবিধা দেওয়ার জন্য দাবি ছিল। সেটা এবার চালু হতে চলেছে। দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় খুশি  সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা।

close