Kode Iklan atau kode lainnya

রাজ্যে আরও ৫০০টি স্কুল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, SC, ST ও গরিবদের জন্য নয়া উদ্যোগ

নিউজ ডেস্ক: রাজ্যে ৫ বছরে আরও ৫০০টি স্কুল তৈরির পরিকল্পনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অলচিকি ভাষায় পঠন-পাঠনের জন্য ৫ বছরে ৫০০টি স্কুল তৈরি করবে রাজ্য সরকার। শিলিগুড়ির উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষের জন্য ৫ বছরে ২০ লক্ষ ঘর তৈরি  যাঁদের মাটির বাড়ি রয়েছে, সেগুলি পাকা করা হবে। আদিবাসী সম্প্রদায়ের জাহের থান ও মাজি থানের দরিদ্র মাজিরা প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পাবেন। 

পাশাপাশি, অলচিকি ভাষায় পঠনপাঠনের জন্য ৫ বছরে ৫০০টি স্কুল তৈরি এবং তাতে দেড় হাজার প্যারাটিচার নিয়োগ করা হবে। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ও কুরমালি ভাষায় পঠনপাঠনের ৫ বছরে ১০০টি নতুন স্কুল তৈরি হবে। SC, ST ও গরিবদের জন্য ৩ বছরে ১০০টি নতুন ইংরেজি মাধ্যমের স্কুল তৈরির সিদ্ধান্তও এদিন নেওয়া হয়েছে।  

close