Kode Iklan atau kode lainnya

উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে বড় নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা হবে ফেব্রয়ারি মাসেই। স্কুলগুলিকে উত্তরপত্র সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে আগামী মাসেই। 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল নিতে হবে। তারপরই সংসদে জমা দিতে হবে ছাত্রছাত্রীদের নম্বর।

শুধু নম্বর জমা দেওয়ায় নয়, এর পরে প্রতিটি খাতা সযত্নে সংরক্ষণ করতে হবে স্কুলগুলিকেই। স্কুলের প্রধান শিক্ষকদের এমনটাই নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সমস্ত উত্তরপত্র গুছিয়ে রাখতে হবে যাতে পরে প্রয়োজনে সেগুলি চাওয়া হলে তা সংসদে জমা দেওয়া যায়।

এখনও পর্যন্ত ঠিক আছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তবে করোনার কারণে যদি পরীক্ষা বাতিল করতে হয় তবে, সেক্ষেত্রে ফলাফল প্রকাশের জন্য বিবেচনা করা হবে প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর।

close