Kode Iklan atau kode lainnya

প্রায় ১০০ জন ভুতুড়ে কর্মীর তালিকা! কর্যক্ষেত্র তাঁদের দেখা নেই, বেতন তুলছেন মাসের শেষে

 

নিউজ ডেস্ক: মাসের শেষে ঠিক বেতন পেয়ে যাচ্ছেন যদিও কর্যক্ষেত্র তাঁদের দেখা নেই! পুরসভায় নিয়োজিত রয়েছেন কর্মীরা, কিন্তু তাঁদের দেখা যায় না। অথচ মাসের শেষে তাঁরা টাকা তুলে নেন।

এবার পুরুলিয়া পুরসভার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মাসের শেষে তাঁরা টাকা তুলে নেন। অথচ নজরে পড়ল না কারোর। এইভাবে প্রায় ১০০ টি ভুয়ো নামের তালিকা পাওয়া গিয়েছে। আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

ঠিক কী অভিযোগ? পুরসভা সূত্রে খবর, কাজের জন্য যেসকল কর্মী নিয়োগ করা হয়েছে তাঁদের মাথা পিছু বেতন ৩হাজার ৬০০ টাকা। কিন্তু, দেখা গিয়েছে প্রায় ১০০ জন কর্মী ওই তালিকায় এমন রয়েছেন যাঁরা টাকা তো নিচ্ছেন কিন্তু কখনওই পুরসভার কোনও কাজে তাঁদের দেখা যায় না। তাহলে কী করে বেতন পাচ্ছেন এই কর্মীরা? শুধু তাই নয়, সেদিক থেকে দেখতে গেলে এই কর্মীদের নিয়োগ কীভাবে করা হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন? আদৌ তাঁরা পুরসভার কর্মী কি না তাও নিশ্চিত নয়। 

হিসেবে ধরলে প্রায় লক্ষাধিক টাকার নয়ছয় হয়েছে এই পুরসভায়, অন্তত অভিযোগ এমনটাই। শাসকদলের পরিচালিত পুরসভায় কী করে এমন ঘটনা সম্ভব? তাও এক-আধদিন নয়, বছরের পর বছর চলছে।

close