Kode Iklan atau kode lainnya

নিয়োগ নেই! মাত্র একজন শিক্ষক নিয়েই চলছে মাধ্যমিক স্কুল

 

নিউজ ডেস্ক: স্কুলে বর্তমানে ছাত্রছাত্রী ১৬৮ জন। মাধ্যমিক পরীক্ষার্থী ৫৪ জন। তবে রয়েছে শিক্ষকের অভাব। স্থায়ী শিক্ষক সাকুল্যে এক জন। হরেক প্রশাসনিক কাজ সামলে তাঁর পক্ষে পড়ানাের সময় বের করা মুশকিল। এক জন অতিথি শিক্ষক আছেন বটে, তাঁর অবসরের বাকি দু'মাস। এই অবস্থাতেই চলছে বলাগড়ের ডুমুরদহের বগা শ্রীকান্ত উচ্চ বিদ্যালয়।

এলাকার অর্থনীতি চাষবাসের উপরে দাঁড়িয়ে। পড়ুয়াদের বেশির ভাগই কৃষিজীবী পরিবারের সন্তান। স্থানীয়েরা জানান, ৪-৫ কিলােমিটারের মধ্যে আর স্কুল নেই। 

স্থানীয় কিছু যুবক-যুবতী কার্যত স্বেচ্ছাশ্রম দিয়ে পড়াচ্ছেন। তাতেই কোনও রকমে টিকে আছে স্কুল।

শিক্ষক নিয়ােগের আর্জি জানিয়ে স্কুলের তরফে নানা দফতরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সাড়া মেলেনি।

একমাত্র স্থায়ী শিক্ষক তথা টিচারইনচার্জ তাপস সরকার বলেন, “খুব সমস্যায় আছি। শিক্ষা দফতর বা প্রশাসন যাতে শিক্ষক নিয়ােগের ব্যাপারে দ্রুত পদক্ষেপ করে, সেই অনুরােধ করছি। শ্রীকান্ত গ্রামে এই স্কুল তৈরি হয় ২০১২ সালে। প্রথমে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশােনা হত। মাধ্যমিক স্তরেউন্নীত হয় ২০১৮ সালে। গত বছর প্রথম ব্যাচ মাধ্যমিক পরীক্ষা দেয়।

এই স্কুলটি হওয়ায় ছেলেমেয়েদের দূরে যাওয়ার সমস্যা মিটেছে। কিন্তু শিক্ষকের অভাবে স্কুল নিজেই সমস্যায়। 

close