Kode Iklan atau kode lainnya

অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের

 

নিউজ ডেস্ক: নিয়োগ-দুর্নীতির অভিযোগে নাজেহাল রাজ্য সরকার। প্রাথমিক, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পাশাপাশি গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মী নিয়োগেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক ক্ষেত্রেই কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। 

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিহীন প্রতিবন্ধী অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাই কোঠে মামলা করলেন মুর্শিদাবাদের বাসিন্দা সঞ্জীব রজক। তিনি বর্তমানে চম্পাহাটি সুশীল কর কলেজের বাংলার অধ্যাপক। 

চলতি বছর সেপ্টেম্বর মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগের ইন্টারভিউ হয়। ওই ইন্টারভিউতে সঞ্জীব বাবু-সহ ১৯ জন প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন সঞ্জীববাবু। এই নিয়োগে অনিয়ম হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। 

বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর কাছে এই মামলার আবেদন করেন মামলাকারীর আইনজীবী সুব্রত কর্মকার। এই বিষয়ে সুব্রতবাবু বলেন, “বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই মামলা গ্রহণ করেছেন। এই মামলার শুনানি হবে আগাম ৫ জানুয়ারি।”

close