Kode Iklan atau kode lainnya

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অষ্টম ও উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

 


নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (NBU) গ্রুপ (Group C) ও গ্রুপ ডি (Group D) পদে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে।  স্থায়ী পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। মহিলা ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 

1. গ্রুপ সি (Group C)- Junior Assistant 

শূন্যপদ: শূন্যপদ 3 টি

যোগ্যতা: যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (HS) পাশ হতে হবে। সেই সঙ্গে কমপক্ষে 1 বছরের কম্পিউটার প্রশিক্ষণ এর সার্টিফিকেট থাকতে হবে। স্নাতক ও ইংরেজি ভাষায় দক্ষ হলে অগ্রাধিকার পাবে এবং কাজের অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার পাওয়া যাবে। 

মাসিক বেতন: 7200-25400 সঙ্গে গ্রেড পে 3300 টাকা। 

নিয়োগ প্রক্রিয়া: প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। পাশ করলে ইন্টারভিউ নিয়ে নিয়োগ সম্পন্ন করা হবে। 

2. গ্রুপ ডি(Group D)  

লাইব্রেরি এটেন্টডেন্ট 

অফিস পিয়ন

জুনিয়র দারওয়ান 

জুনিয়র ইলেক্ট্রিশিয়ান 

জুনিয়র জামাদার 

প্রত্যেকটিতে একটি করে শূন্যপদ রয়েছে। 

যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ করলে এই পদে আবেদন করা যাবে।  এছাড়াও উক্ত পদের সমতুল্য কাজের কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। 

মাসিক বেতন: 5400-18600 সঙ্গে গ্রেট পে থাকবে 1800 টাকা। 

নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন ফি

গ্রুপ সি ও ডি উভয় পদের জন্য সাধারণ ও ওবিসিদের 300 টাকার আবেদন ফী জমা করতে হবে এবং এসসি, এসটি ও পিএইচ এর জন্য আবেদন ফি হিসাবে 250 টাকা জমা করতে হবে। 

আবেদন পদ্ধতি 

দুই পদের জন্য জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 6 জানুয়ারি, 2022। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

Official Notification : CLICK HERE

close