Kode Iklan atau kode lainnya

‘মুকুল রায় শারীরিকভাবে সুস্থ নন, ভারসাম্যহীনভাবে কথা বলছেন’, পার্থর মন্তব্যে জল্পনা

 

নিউজ ডেস্ক: মুকুল রায় ‘ভারসাম্যহীন’ হয়ে পড়ছেন! পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে জল্পনা বাড়ল পিএসি নিয়ে। শুক্রবার বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডলকে পাশে নিয়ে মুকুল রায় বলেন,  ‘পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলা জুড়ে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি।’ শুধু তাই নয়, তাঁকে বলতে শোনা যায়,  ‘ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল।’

এই বিষয়ে দলের তরফে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘উনি শারীরিকভাবে সুস্থ নন। ভারসাম্যহীনভাবে কথা বলছেন। ওনার সুস্থতার কামনা করি। দল তাঁর কথায় সহমত পোষণ করে না। উনি দলের কোনও পদেও নেই। ওনার শারীরিক অবস্থা খারাপ হলে, উনি যদি পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে না থাকতে চান, তাহলে দল বিচার করবে।’

এর আগে কৃষ্ণনগরে মুকুল বলে বসেন, ‘‘ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে নিজেদের স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’

মুকুল রায়ের মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান তাঁর সঙ্গে থাকা স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তখন পাশ থেকে তাঁরা ধরিয়ে দেন, ‘‘দাদা ওটা তৃণমূল হবে।’’ তাতে ভুল শুধরে নিয়ে মুকুল বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে নিজস্ব ভূমিকায় ফিরে আসবে। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’ 

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে তিনি যে এখনও বিজেপি-তেই রয়েছেন সেটাও শুক্রবারই বিধানসভার স্পিকারের কাছে দাবি করেছেন মুকুলের আইনজীবী। 

close