Kode Iklan atau kode lainnya

তিনি তৃণমূল কংগ্রেসে যোগই দেননি, বিজেপিতেই আছেন! জানালেন মুকুল রায়

 

নিউজ ডেস্ক: তিনি তৃণমূল কংগ্রেসে যোগই দেননি, বিজেপিতেই আছেন! আইনজীবীর মাধ্যমে স্পিকারকে জানালেন মুকুল রায়।  মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Mukul Roy)৷ তার জবাবে এমনটাই জানালেন মুকুল।

মুকুল রায়ের আইনজীবীর এই দাবিতে খুশি নয় রাজ্য বিজেপি। পাল্টা লিখিত প্রতিবাদ জানাতে চলেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য৷

মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি চালাচ্ছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷

নিজে না আসলেও আইনজীবী মারফত মুকুল স্পিকারকে জানিয়েছেন, তিনি তৃণমূলে যোগই দেননি, বিজেপিতেই আছেন৷ যদিও এই দাবি মানতে চাননি শুভেন্দুর আইনজীবী৷ তিনি জানিয়েছেন, এর বিরুদ্ধে স্পিকারের কাছে লিখিত প্রতিবাদ জানানো হবে৷

উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়৷ কিন্তু ভোটে রাজ্যে বিপুল জয় পায় তৃণমূল। গত ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল। এর পরই মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানান শুভেন্দু। যদিও এখন মুকুল নিজেই জানাচ্ছেন, তিনি তৃণমূলে যোগ দেননি।

close