Kode Iklan atau kode lainnya

‘বিজেপি ভোকাট্টা, নো পাত্তা সিপিএম, কংগ্রেস স্যান্ডউইচ’, ফল নিয়ে বড় মন্তব্য মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: বিজেপি ভোকাট্টা, নো পাত্তা সিপিএম, কংগ্রেস স্যান্ডউইচ, কলকাতা পুরসভার ভোটের ফল নিয়ে ত্রিফলা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনে রাজ্যে শক্তি বাড়িয়েছে তৃণমূল। কলকাতা পুরভোটেও সেই ধারা বজায় রাখল রাজ্যের শাসক দল। গত বার ১১৪ ওয়ার্ডে জয়ী তৃণমূল এ বার ১৩৪ আসন। জয়ের মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‘যে রায় মা-মাটি-মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।’’

রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে। জনতার রায়ে বিজেপি ভোকাট্টা।’’

মমতা বলেন, ‘যেভাবে মানুষ আমাদের সমর্থন করেছেন, তাতে সকল মা-মাটি-মানুষ, ভাইবোনকে প্রণাম, অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের জয়। গণ উত্‍সবে গণতন্ত্রের জয়। উত্‍সবের মতো ভোট হয়েছে।’

বিধানসভা ভোটের পর কলকাতা পুরসভা নির্বাচনে আরও জমি হারিয়েছে বিজেপি। বেশিরভাগ আসনে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দুটি আসন জিতেছে কংগ্রেস। তবে সার্বিকভাবে তৃণমূলের সঙ্গে বিরোধীদের বড়সড় ফারাক তৈরি হয়েছে।

উল্লেখযোগ্য হল কলকাতা পুরভোটে এবার বামেদের ঝুলিতে গিয়েছে ১১ শতাংশ ভোট। অন্যদিকে, বিজেপির প্রাপ্ত ভোট ৯ শতাংশের আশেপাশে। যার ফলে দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা। বিজেপিকে পিছনে ফেলে ৬৫টি আসনে দ্বিতীয় স্থান পেয়েছে বামেরা। গেরুয়া শিবির ৪৮টি আসনে দ্বিতীয় স্থানে, কংগ্রেস দ্বিতীয় ১৬টি আসনে।

close