Kode Iklan atau kode lainnya

কলকাতা পুরভোটে কেমন হতে পারে ফলাফল? কোন দল কটি আসন পাবে? জানুন ভোট সমীক্ষা

 

নিউজ ডেস্ক: একুশের নির্বাচনের পর এবার কলকাতা পুরসভার ভোটের দামামা বেজেছে বাংলায়। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলো জোর প্রচার শুরু করেছে। সপ্তাহান্তে ভোট হবে কলকাতা পুরভোটে। তার আগে কলকাতা পুরভোটের সম্ভাব্য ফল কী হতে চলেছে, তার আভাস দিলএবিপি-সি ভোটারের সমীক্ষা।

কলকাতা পুরভোটের মোট ১৪৪টি ওয়ার্ড। তা ১৬টি বরোয় বিভক্ত। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী,ভআরও একবার তৃণমূলের হাতেই উঠতে চলেছে কলকাতা পুরসভার কর্তৃত্ব।

এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরভোটে বরো-ওয়াড়ি ফলাফলে তৃণমূল পেতে পারে ৪৮ থেকে ৫৪ শতাংশ ভোট। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পাবে ২২ থেকে ২৫ শতাংশ ভোট। বামফ্রন্ট পাবে ৮ থেকে ১০ শতাংশ ভোট। কংগ্রেসের বাক্সে যেতে পারে ৩ থেকে ৬ শতাংশ ভোট।

কলকাতা পুরসভার ১ নম্বর বরো-তে রয়েছে  ৯ টি ওয়ার্ড। সি ভোটার সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী ১ নম্বর বরো-তে তৃণমূল ৮ টি ওয়ার্ডেই এগিয়ে। বিজেপি পেতে পারে ১ আসন। এই বরোতে হাত খালি থাকতে পারে বাম, কংগ্রেসের।

কলকাতা পুরসভার ৩ নম্বর বরো-তে রয়েছে  ৯ টি ওয়ার্ড।আসন্ন পুরভোটে সি ভোটার সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী ৩ নম্বর বরো-তে তৃণমূল জিততে পারে সবকটি ওয়ার্ডেই । হাত খালিই থাকতে পারে বাম, কংগ্রেস ও বিজেপির।

 কলকাতা পুরভোটে সাত বরোতে আট ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। বামেরা পেয়েছিল ১ ওয়ার্ড। 2021-এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফল অনুযায়ী, তৃণমূল এগিয়ে সবকটি ওয়ার্ডেই।  

২০২১-র বিধানসভা ভোটে ওয়ার্ডভিত্তিক ফলাফল অনুযায়ী নয় বরো-র ১০ ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল।  সি ভোটার সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী, এবারের পুরভোটে এই বরোতে তৃণমূল ৯ ও বিজেপি ১ আসন পেতে পারে।


সি ভোটার সমীক্ষার ফলাফল অনুযায়ী, ১৬ নম্বর বরোর সাত ওয়ার্ডই তৃণমূলের দখলে যেতে পারে। শূন্য হাতেই ফিরতে হতে পারে বিরোধীদের। বাকি বারোগুলোতেও বিপুল ভোটে জয় পেতে চলেছে তৃণমূল।

উল্লেখ্য, ২০১৫ কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ১১৪টি ওয়ার্ডে। দ্বিতীয় স্থানে থাকা বামফ্রন্টের দখলে গিয়েছিল ১৫টি ওয়ার্ড। বিজেপি জিতেছিল সাতটি ওয়ার্ডে। কংগ্রেসের দখলে গিয়েছিল ৫টি ওয়ার্ড। অন্যান্যরা জয় পেয়েছিল তিনটি ওয়ার্ডে।

close