Kode Iklan atau kode lainnya

পৌর নির্বাচনে ভোট কর্মীদের সুনিশ্চিত নিরাপত্তা ও শীতকালীন পরিস্থিতিতে রাত্রে থাকার সুব্যবস্থার দাবি

 

নিউজ ডেস্ক: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। কলকাতা পুরসভার ভোটের জন্য হাজার হাজার ভোট কর্মী নিয়োগ করা হয়েছে। অতীতে কবে শীতকালে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল তার তেমন নজির নেই। 

আসন্ন পৌরসভা নির্বাচনে সমস্ত ভোট কর্মীর সুনিশ্চিত নিরাপত্তা এবং শীতকালীন পরিস্থিতিতে রাত্রে থাকার জন্য সমস্ত রকমের সুব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন শিক্ষকরা। 

এই নিয়ে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘আগামী ১৯ শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোটের জন্য হাজার হাজার ভোট কর্মী নিয়োগ করা হয়েছে। অতীতে কবে শীতকালে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল তা আমাদের জানা নেই। ইতিমধ্যে রাজ্যের বাকি পৌরসভা গুলিতেও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। আমরা সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি, সেগুলিও প্রচণ্ড শীতের সময়ে অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতা পৌরসভা নির্বাচনে ভোট কর্মী হিসেবে যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদের যথাযথ সুরক্ষার জন্য কভিড বিধি মেনে শীতকালীন অবস্থায় তাঁদের থাকার যথোপযুক্ত বন্দোবস্ত রাখতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘সাধারণ অভিজ্ঞতায় দেখা গিয়েছে খালি মেঝের উপর ভোট কর্মীদের রাত কাটাতে হয়। যেহেতু ভোট প্রক্রিয়াটি শীতকালে সম্পন্ন হচ্ছে, তাই ভোট কর্মীদের সুনিশ্চিত নিরাপত্তা সহ এই শীতকালে রাত কাটানোর জন্য রাত্রে থাকা ও শোয়ার সমস্ত রকমের সুব্যবস্থা রাখতে হবে। আমরা দাবি করছি প্রতিটি ভোটকর্মীর নিরাপত্তা এবং শীতকালে থাকার সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা আগাম ভোট কর্মীদের জানানো হোক। আমরা এই বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের কমিশনারের নিকট দাবী জানিয়ে চিঠি পাঠিয়েছি।’

close