Kode Iklan atau kode lainnya

বিজেপি জিতলে মেয়র কেমন হবে? প্রচার মঞ্চ থেকে বর্ণনা দিলেন শুভেন্দু অধিকারী

 

নিউজ ডেস্ক: ফিরহাদ হাকিমকে হটানোর ডাক দিলেন। বিজেপি জিতলে মেয়র কেমন হবে? প্রচার মঞ্চ থেকে বর্ণনা দিলেন রাজ্যের নিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারীর 'বর্ণনা' নিয়ে জারি ধন্দ। 

কলকাতা পুরসভার নির্বাচন উপলক্ষে শুক্রবার বেহালায় এক নির্বাচনী প্রচার সভায় শুভেন্দু অধিকারী বলেন, 'বিজেপি এমন লোককে মেয়র করবে যার কপালে থাকবে টিপ। হাতে থাকবে তাগা। যে মানুষকে দেখলেই বলবে হরেকৃষ্ণ, জয় শ্রীরাম। যে কালীপুজো দুর্গাপুজো করবে। এমন লোককেই বিজেপি মেয়র করবে।' 

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন শুভেন্দু। বলেন, ''বাংলায় বিরোধী দল  থাকুক এটা চাননা উনি। বর্তমানে বাংলার রাজনৈতিক আবহ এমন তৈরি করা হয়েছে যাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করলে তার এলাকায় টেকা দায় হবে। বিদায়ী কাউন্সিলর কিংবা কো-অর্ডিনেটররা যেভাবে পাড়ায় পাড়ায় দুর্নীতির আখড়া তৈরি করেছে তার অবসান ঘটাতে বিজেপিই যে একমাত্র বিকল্প।''

ফিরহাদ হাকিমের  বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, ‘এখন 'কাটমানির পুরসভা' চলছে। কাটমানি নিয়ে গত পাঁচ বছরে পাঁচ  হাজার জলাভূমি ভরাট করেছে তৃণমূল নেতারা। গত দশ  বছর আগে শাসক দলের নেতাদের যে ধরনের জীবনশৈলী ছিল বর্তমানে সেই সমস্ত নেতার জীবনশৈলী দেখলেই বোঝা যায় যে, সেই সমস্ত নেতার কতটা পরিবর্তন হয়েছে। সম্পত্তি কর থেকে ছোট ছোট ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের খরচ বর্তমানে বহুগুণ বাড়ানো হয়েছে। পুর পরিষেবা তলানিতে । অথচ কাটমানি ও  সিন্ডিকেটের রামরাজত্ব চলাচ্ছেন তৃণমূল নেতারা। নাগরিক পরিষেবার দিকে নজর না দিয়ে কোটি কোটি টাকা সম্পত্তি বাড়িয়েছে শাসক দলের নেতারা।’

যদিও এ প্রসঙ্গে তৃণমূলের প্রথম সারির নেতা ফিরহাদ হাকিম জানান, 'ওরা যতই যে অস্ত্রেই শান দিক না কেন কলকাতাবাসী ফের আমাদের নেত্রী মমতাতেই আস্থা রাখবে'।

close