Kode Iklan atau kode lainnya

উন্নয়ন বোঝাতে ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুল! বিড়ম্বনায় রাজ্য বিজেপি

 


নিউজ ডেস্ক: উন্নয়নের বিজ্ঞপন দিতে ফের ভুল ছবির ব্যবহার। আগরতলার রাস্তা নয়, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুল! ফের বিভ্রাট বিজেপি শাসিত রাজ্যে। কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। এবার ত্রিপুরা। এই ঘটনায় প্রবল বিড়ম্বনায় রাজ্য বিজেপি।

রাস্তায় নীল রংয়ের বাস চলছে, সঙ্গে রয়েছে হলুদ ট্যাক্সিও। বাস, গাড়ির মাঝে চোখে পড়ছে ট্রাম লাইনও। উন্নয়ন বোঝাতে শহর কলকাতার এই ছবি ব্যবহার করেই ট্যুইট করার হয়েছে ত্রিপুরা (Tripura) সরকারের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে৷ ছবি দেখেই পরিষ্কার, ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করেই ত্রিপুরা সরকারের তরফে এই ট্যুইট করা হয়েছে।

এই বিজ্ঞাপনী বিভ্রাটের তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'ছবিতে ট্রাম লাইন পর্যন্ত দেখা যাচ্ছে৷ বিজেপি হল আসলে নকলনবিশ, দেউলিয়া, টুকলিবাজ৷ বিপ্লব দেব দিদিকে বলো-র নকল করে দাদাকে বলো করতে গিয়েছেন৷ গোয়ায় দুয়ারে সরকার, দুয়ারে রেশনের নকল করার চেষ্টা হয়েছে৷ আর ত্রিপুরার নিজেদের দেখানোর মতো যেটুকু যা ছিল, সেটাও বিজেপি ক্ষমতায় এসে নষ্ট করে দিয়েছে৷ তাই এখানকার ছবি ব্যবহার করতে হচ্ছে৷ ওদের উচিত নাকখত দিয়ে ক্ষমা চাওয়া৷'

যান চলাচল নিয়ে সতর্কতামূলক প্রচারের জন্য স্লোগান লেখার প্রতিযোগিতা শুরু করেছে ত্রিপুরা সরকার৷ এই প্রতিযোগিতার কথা সবাইকে জানাতেই শুক্রবার একটি ট্যুইট করা হয় ত্রিপুরা সরকারের তরফে৷ সেই ট্যুইটেই আগরতলার পথঘাটের কোনও ছবি ব্যবহার না করে ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের ছবি দিয়ে দেওয়া হয়েছে৷ 

close