Kode Iklan atau kode lainnya

মুকুল রায়ের সোডিয়াম, পটাশিয়াম শর্ট আছে, উনি আর সেই মুকুলদা নেই: অনুব্রত মন্ডল

 

নিউজ ডেস্ক: রাজ্যের পুরভোটে বিজেপি বিপুল জয় পাবে, অনুব্রতর পাশে দাঁড়িয়ে দাবি করেছেন মুকুল রায়। শুক্রবার শান্তিনিকেতনে তিনি বলেন, ‘‘এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুল ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে।’’  সেই সময় একেবারে পাশেই দাঁড়িয়ে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। 

বক্তব্যের মাঝে কেউ একজন ভুল ধরিয়ে দিতে ফের মুখ খুললেন মুকুল। তাঁর ‘তৃণমূল’ বলা উচিত বলে পাশ থেকে কেউ উল্লেখ করতেই মুকুল বলেন, ‘‘তৃণমূল তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল।’’ 

এই ঘটনায় অনুব্রত-সহ উপস্থিত তৃণমূল নেতারা সকলেই তখন অস্বস্তিতে। প্রকাশ্যে কিছু না বললেও পরে তাঁরা জানান, শারীরিক অসুস্থতার কারণেই মুকুল এমন অসংলগ্ন কথা বলে ফেলেছেন।

দলের এই চরম অস্বস্তির মধ্যে ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় অনুব্রত মণ্ডলকেই। শুক্রবার রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে দলের পক্ষ থেকে সাফাই দেন তিনি। বলেন, “মুকুল রায় ভারসাম্য হারিয়ে  ফেলেছেন। সোডিয়াম, পটাশিয়াম শর্ট আছে। তাই অনুরোধ করব যে দলের হোক না দেখানো ভাল নয়। ফ্যামিলি খুব টেনশনে পড়েন।''

অনুব্রত মন্ডল বলেন, ‘এই মুকুল রায় আর সেই মুকুল রায় নেই। মানসিকভাবে ভেঙে পড়েছেন, শারীরিকভাবেও ভীষণ অসুস্থ। তাই এ ধরনের মন্তব্য করে ফেলেছেন। এর সঙ্গে বাস্তবিকতার কোনও যোগ নেই।’ এরপর অনুব্রত মণ্ডল দাবি করেন যে দলীয় বৈঠকে মুকুল রায় বলেন যে ২০২৪ সালে ভারতবর্ষের ক্ষমতা থেকে বিজেপি মুছে যাবে। ‘আমার মনে হয় মুকুল দাকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। ওর ছেলে শুভ্রাংশুও সেই চেষ্টাই করছে। মুকুলদার দ্রুত সুস্থতা কামনা করি।’ 

জেলা তৃণমূল সূত্রের খবর, বাবার বেফাঁস মন্তব্যের পর স্থানীয় নেতৃত্বের কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নেন শুভ্রাংশু। নিজের অসহায়ত্ব এবং বাবার অসুস্থতা নিয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কথাও বলেন তিনি। এক বাংলা টিভি চ্যানেলকে শুভ্রাংশু বলেন, 'মাতৃবিয়োগ এবং কোভিডের পর বাবার পটাশিয়াম-সোডিয়াম লেভেলটাও ওঠা-নামা করছে। কোথায় কী করছে, কী বলছে, নিজেও বুঝতে পারছে না। এটা দলের বক্তব্য নয়। পুরোটাই বাবা ভুল বলেছে।' তিনি আরও বলেন, 'আমি আপনাদের অনুরোধ করব, বাবার এই বক্তব্যগুলি বেশি না দেখানোর জন্যই। কারণ, বাবার মানসিক অবস্থাও ঠিক নেই। সেকারণেই এগুলি হচ্ছে।'

এর আগে কৃষ্ণনগরে মুকুল বলে বসেন, ‘‘ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে নিজেদের স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’

মুকুল রায়ের মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান তাঁর সঙ্গে থাকা স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তখন পাশ থেকে তাঁরা ধরিয়ে দেন, ‘‘দাদা ওটা তৃণমূল হবে।’’ তাতে ভুল শুধরে নিয়ে মুকুল বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে নিজস্ব ভূমিকায় ফিরে আসবে। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’ 

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে তিনি যে এখনও বিজেপি-তেই রয়েছেন সেটাও শুক্রবারই বিধানসভার স্পিকারের কাছে দাবি করেছেন মুকুলের আইনজীবী। 

close