Kode Iklan atau kode lainnya

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে

 

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। এর আগে শিক্ষক নিয়োগের দুর্নীতি সামনে এলেও এবার গ্রুপ-ডি নিয়োগ নিয়েও বড় অভিযোগ সামনে এসেছে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি মামলার আজ, সােমবার কলকাতা কোর্টে শুনানি হতে পারে। 

বর্তমানে গুরুত্বপূর্ণ এই মামলাটি বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মামলায় প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানে নির্দেশ দেন। পরে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের আবেদনের ভিত্তি সেই নির্দেশের উপরে তিন সপ্তাহ স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।

অনুসন্ধানের দায়িত্ব সিবিআই দেওয়া নিয়েই কমিশন এবং রাজের মূল আপত্তি। আদালত সূত্রের খব আজ, সােমবার কাকে অনুসন্ধান করতে দেওয়া হবে সে ব্যাপা শুনানি রয়েছে। 

মামলায় বেআইনি নিয়ােগের অভিযােগে প্রথমে ২৫ জনের বেতন বন্ধ করা হয়েছিল। ইতিমধ্যেই তাঁদের আইনজীবী ডিভিশন বেঞ্চের কাছে বক্তব্য পাশের আর্জি জানিয়েছেন। পরবর্তী কালে বেআইনি ভাবে নিযুক্ত অভিযােগে আরও ৫৪২ জনের নামের তালিকা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা পড়ে। তাঁদের নিয়ােগের নথি খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশনকে যথাযথ পদক্ষেপের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধেও ডিভিশন বেঞ্চে গিয়েছে কমিশন। সেটিও আজ, সােমবার বিচারপতি ট্যান্ডন এবং বিচারপতি সামন্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।

close