Kode Iklan atau kode lainnya

SSC: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর হল সিবিআই

 

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি নিয়ে এবার তৎপর হল সিবিআই। হাইকোর্টের নির্দেশ অনুসারে এগোতে চলেছে সিবিআই (CBI)। বুধবার দুপুর তিনটের পর এসএসসি গ্রুপ ডি (SSC Group D) মামলার ডকুমেন্টস, নথি সিবিআই (CBI) আধিকারিকরা সংগ্রহ করবে হাইকোর্ট থেকে। তারপরই সিবিআই প্রাথমিক অনুসন্ধানের টিম তৈরি করবে বলে জানা গেছে।

এই মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন দিল্লি সদর দফতর থেকে। সিবিআই (CBI) সূত্রে খবর, কলকাতার কোন কোন সম্ভব্য অফিসারদের এই অনুসন্ধান কমিটিতে রাখা যেতে পারে সেই নিয়েও একটি তালিকা চেয়ে পাঠিয়েছে । 

সিবিআই ডিরেক্টরের নির্দেশে কমিটি গঠনের নির্দেশ। যেখানে জয়েন্ট ডিরেক্টর নেতৃত্বে ডিআইজি পদমর্যাদার অফিসারকে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করার নির্দেশ হাই কোর্টের। অনুসন্ধান কমিটিতে কলকাতার কোন কোন অফিসারদের নিয়ে এই কমিটি গঠন হবে তা নিয়ে লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। কমিটি গঠনের পর পিটিশনারদের থেকে বিস্তারিত তথ্য জানতে চাইবে সিবিআই। 

ঠিক কি অভিযোগ সে সম্পর্কে বিস্তারিত তথ্য  জানার চেষ্টা করা হবে। নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট দফ্তরের কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জানবে সিবিআই। কীভাবে কত টাকার লেনদেন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তথ্য যাচাই করবে। কোন কোন জেলায় কীভাবে দুর্নীতি হয়েছিল? কত টাকার বিনিময়ে মিলেছিলো এপয়েন্টমেন্ট লেটার? কীভাবে দুর্নীতি চক্র চলছিল? সব বিস্তারিত জানার চেষ্টা করবে সিবিআই।

close