Kode Iklan atau kode lainnya

অন্য রাজ্য থেকে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু পাচারকারী এসে অশান্তি করছে: বিপ্লব দেব

 বিপ্লব দেব

নিউজ ডেস্ক: অন্য রাজ্য থেকে বালি মাফিয়া, কয়লা মাফিয়ারা ত্রিপুরায় এসে অশান্তি করছে! এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পুরভোটের আগে কলকাতা থেকে এসে নিয়ম করে তাঁর সরকারকে নিশানা করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তার মোকাবিলায় আসরে নামলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। 

পুরভোটের প্রচারের শেষ লগ্নে আমবাসায় গিয়ে সোমবার বিপ্লব দেব বলেন, ‘‘অন্য রাজ্য থেকে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু পাচারকারী,  সারদা ও নারদ কেলেঙ্কারির লোকজন এখানে এসে অশান্তি তৈরি করতে চাইছে। শান্ত ত্রিপুরাকে অশান্ত করছে। পুরভোটের ফলেই মানুষ জবাব দিয়ে দেবেন।’’

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী যত দিন দিদি ছিলেন, তত দিন ঠিক ছিল। কিন্তু এখন বর্গীদের বাহিনীর নে্ত্রী হয়ে উঠেছেন। ত্রিপুরায় এসে এঁরা যা করছেন, যে ভাষা ব্যবহার করছেন, বিবেকানন্দ-রবীন্দ্রনাথ-সুভাষচন্দ্রের ঐতিহ্যে তা মানায় না।’’

close