Kode Iklan atau kode lainnya

‘আসুন একসঙ্গে তৃণমূলকে উৎখাত করি’, তৃণমূলকে রুখতে সিপিএমের সঙ্গ চাইলেন শুভেন্দু

 

নিউজ ডেস্ক: তৃণমূলকে রুখতে এবার সিপিএমের সঙ্গ চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বামেদের (BJP Left Alliance Proposal) প্রতি তাঁর খোলা আহ্বান, "আসুন একসঙ্গে তৃণমূলকে উৎখাত করি৷"

গণতন্ত্র রক্ষার দাবি তুলে আজ খেজুরি বিধানসভার দক্ষিণ কুণ্ঠা থেকে ধোবাপুকুর পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী৷ এরপর ধোবাপুকুরে একটি সভা করেন তিনি। সেই সভা থেকেই সরাসরি সিপিএমকে সঙ্গে থাকার আহ্বানে জানান বিরোধী দলনেতা৷ 

শুভেন্দু বলেন, "আমার বহু সিপিএম বন্ধু শান্তনুকে জেতানোর কাজে সাহায্য করেছে৷ সিপিএমের সবাই খারাপ নয়৷ বামপন্থীদের বলব, আগে আসুন, এই তোলামূল, এই জেহাদিদের পার্টিকে আমরা আগে পরিষ্কার করি৷" তৃণমূলের সরকার 100 দিনের কাজ, প্রধানমন্ত্রীর আবাস যোজনা এমনকী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও দুর্নীতি করছে বলে অভিযোগ করেন শুভেন্দু৷

ত্রিপুরা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "ওরা বলছে, ত্রিপুরায় নাকি গণতন্ত্র নেই৷ এখানে 2018 সালে পঞ্চায়েতে 34 শতাংশ আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি৷ ত্রিপুরায় বিপ্লব দেব ভদ্রলোক বলেই, সেখানে বিজেপি উদারবাদী বলেই 51টি আসনে প্রার্থী দিতে পেরেছে তৃণমূল৷ ত্রিপুরায় জঙ্গলরাজের কথা বলছে ওরা, তাহলে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, তাহলে একে কী বলবেন? ওটা যদি জঙ্গল হয়, তবে এটা জঞ্জাল৷"

close