Kode Iklan atau kode lainnya

নতুন ছ’টি সরকারি ও একটি প্রাইভেট মেডিক্যাল কলেজ, রাজ্যে বাড়তে পারে ৭৫০ এমবিবিএস আসন

 

নিউজ ডেস্ক: মেডিক্যাল কোর্সে ভর্তি হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর। ২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজ্যে বাড়তে পারে আরও ৭৫০ এমবিবিএস আসন। ছ’টি সরকারি ও একটি প্রাইভেট মেডিক্যাল কলেজে ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যভবন সূত্রে এই খবর জানা গিয়েছে। 

এই বিষয়ে দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, আমরা আসানসোল, তমলুক, বারাসত, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া ও জলপাইগুড়ি—এই ছ’টি মেডিক্যাল কলেজের পঠনপাঠন চালু করার জন্য এনএমসি’র কাছে অনুমোদন চেয়েছি। প্রতিটিতে ১০০ আসন থাকছে। আশা করছি, ডিসেম্বরে পরিদর্শন হবে। 

একটি বড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাওড়ায় প্রস্তাবিত ১৫০ আসনবিশিষ্ট মেডিক্যাল কলেজেরও অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলে ছাত্রছাত্রী ভর্তি শুরু হতে ২০২২ সাল গড়িয়ে যেতে পারে। 

এই মুহূর্তে রাজ্যে বর্তমানে ২৪টি সরকারি এবং সাতটি প্রাইভেট মেডিক্যাল কলেজ আছে। মোট এমবিবিএস আসন সংখ্যা হল ৪১৫০। ভর্তির অনুমোদন মিললে, নতুন বছরে রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে হবে ৩০। প্রাইভেট মেডিক্যাল কলেজের সংখ্যা আট। সেক্ষেত্রে মোট শয্যাসংখ্যা বেড়ে হতে পারে ৪৯০০।

close