Kode Iklan atau kode lainnya

কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ কলকাতায়, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় করা যাবে আবেদন

 

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে বিভিন্ন গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। যেকোনোও ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। 

পদের নাম- রেডিওগ্রাফার

শূন্যপদ- ১ টি।

বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে রেডিওগ্রাফি নিয়ে ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- মূল বেতন 9,300/- টাকা থেকে 34,800/- টাকা।

পদের নাম- নার্স গ্রেড- ১ (নার্সিং সিস্টার)

শূন্যপদ- ১ টি।

বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- B.SC নার্সিং কোর্স সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। OT তে মেডিকেল অথবা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- মূল বেতন 9,300/- টাকা থেকে 34,800/- টাকা।

পদের নাম- নার্স গ্রেড- ২ (স্টাফ নার্স)

শূন্যপদ- ৬ টি।

বয়স- প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- B.Sc নার্সিং কোর্স অথবা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে GNM নার্সিং কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট 23 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- মূল বেতন 5,200/- টাকা থেকে 20,200/- টাকা।

পদের নাম- জুনিয়ার একাউন্টেন্ট

শূন্যপদ- ২ টি।

বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সের ডিগ্রী সঙ্গে ১ মিনিটে ইংরেজি অথবা হিন্দিতে ৩০টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন- মূল বেতন 5,200/- টাকা থেকে 20,200/- টাকা।

পদের নাম- রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর

শূন্যপদ- ২ টি।

বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থাকে যেকোন শাখায় ডিগ্রী সঙ্গে কম্পিউটার এর দক্ষতা থাকতে হবে।

বেতন- মূল বেতন 5,200/- টাকা থেকে 20,200/- টাকা

আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদনপত্রটি মুখ বন্ধ খামে স্পিড পোস্ট এর মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৪ ডিসেম্বর, ২০২১।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

To The Director, National Institute of Homoeopathy, Block- GE, Sector- 3,Salt Lake, Kolkata- 700106

আবেদন ফি

1000 টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।

Official Notice: Download Now

close