Kode Iklan atau kode lainnya

গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' পদে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী, HS পাশ হলেই করা যাবে আবেদন

 

নিউজ ডেস্ক: অষ্টম শ্রেণী পাস যোগ্যতাই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। মালদা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথোরিটিতে বেশকিছু কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া চলছে। রাজ্যের যে কোনও জেলা থেকে আবেদন করা যাবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, গ্রুপ ডি।

শিক্ষাগত যোগ্যতা: লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার পদে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। কম্পিউটারের নূন্যতম জ্ঞান থাকতে হবে। মিনিটে ২০টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। কম্পিউটারের নূন্যতম জ্ঞান থাকতে হবে। মিনিটে ২০টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে। গ্রুপ ডি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

বয়সসীমা:  ১৮ বছর থেকে ৩৭ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। ওবিসি প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় তিন বছরের ছাড় দেওয়া হবে। এসসি/এসটি প্রার্থীদের বয়সে পাঁচ বছরের ছাড় মিলবে।

মোট শূন্যপদ: প্রতিটি পদের জন্য একটি করে মোট তিনটি পদে নিয়োগ করা হবে। 

আবেদন ফি: প্রথম দুটি পদে আবেদন ফি ৩০০ টাকা। শেষ অর্থাত্ গ্রুপ ডি পদে আবেদন ফি ২০০ টাকা।

বেতন: লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট কাম অফিসার মাস্টার পদে বেতন মাসে ১৩,৫০০ টাকা। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে মাসে ১৩,৫০০ টাকা এবং গ্রুপ ডি পদে মাসে বেতন ১২,০০০ টাকা।

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি: অফলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র জোগাড় করতে হবে। তারপর নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://www.malda.gov.in/

বিজ্ঞপ্তির লিঙ্ক : https://www.malda.gov.in/sites/default/files/notice/2021-09/scan0778-2-8.pdf

আবেদন পাঠানোর ঠিকানা: Office Of the Chairman, District Legal Services Authority, Malda

আবেদনের তারিখ: ১৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর আবেদন জমার শেষ তারিখ।

close