Kode Iklan atau kode lainnya

বঙ্গ সন্তান সায়নের অসাধারণ সাফল্যে মুগ্ধ হলেন রতন টাটা, চিঠি লিখে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন

নিউজ ডেস্ক: বাঙালি ছেলে সায়নের সাফল্যে মুগ্ধ হয়েছেন রতন টাটা। চিঠি লিখে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। মাত্র আড়াই হাজার টাকা দিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন কলকাতার ছেলে সায়ন চক্রবর্তী৷ নিজের বুদ্ধি আর পরিশ্রমের জোড়ে খুব অল্প সময়ের মধ্যেই সাফল্য পান সায়ন৷ কয়েক বছরের মধ্যে তাঁর আয় পৌঁছে গিয়েছে লক্ষ লক্ষ টাকায়৷ মাত্র ২৬ বছর বয়সেই  সফল ব্যবসায়ী তিনি৷  

এত কম সময়ে কী ভাবে সাফল্যের সিঁড়ি পার করেন সায়ন? সেই প্রশ্নের জবাব দিয়েছেন  তাঁর প্রকাশিত বইয়ে। ‘WTF! JUST HAPPENED’ সম্প্রতি বাংলা এবং ইংরেজি, দুই ভাষায় প্রকাশিত হয়েছে ২৬ বছর বয়সী কলকাতার সায়ন চক্রবর্তীর লেখা বই। আসলে এটা তাঁর আত্মজীবনী। যেখানে তিনি কীভাবে স্টার্টআপ ব্যবসায় সফল হয়েছেন সেই বিবরণ দিয়েছেন।

আর তাঁর সেখা সেই বইটি কোনও ভাবে পৌঁছে যায় রতম টাটার হাতে৷ যা পড়ার পর তিনি অভিভূত৷ রতন চিনে নে ‘রতন’-কে৷ সঙ্গে সঙ্গে তাঁকে চিঠি লিখে পাঠান তিনি৷ 

রতন টাটা সায়নকে ইমেলে লিখেছেন, ‘তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। তুমি যে ভাবে ব্যবসার ইচ্ছেটা ধরে রেখেছ এবং সফল হয়েছে তা শুনে আমি অভিভূত। এরই সঙ্গে তিনি আরও লেখেন, ‘আশা করি একদিন তোমার সঙ্গে আমার দেখা করার সুযোগ হবে।’

আর এই বার্তা পাওয়ার পর উচ্ছ্বসিত হয়ে পড়েন সায়ন। তিনি বলেন, ‘রতন টাটা আমার আদর্শ। আমার জীবনের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তিনি আমার সঙ্গে দেখা করবেন বলে যে ইচ্ছে প্রকাশ করেছেন তা থেকে বোঝা যায় তিনি কতটা নিরহঙ্কার। বাংলার উদ্যোক্তাদের জন্য এটি বড় দিন।’

জানা গিয়েছে, সায়নের লেখা এই বই চলতি বছরের ২৩ অক্টোবর প্যারিসে প্রকাশিত হবে। এটিই প্রথম ভারতীয় নন ফিকশন স্টার্টআপ বই যেটি প্যারিসে প্রকাশিত হতে চলেছে।

close