Kode Iklan atau kode lainnya

NEET 2021: নিট-স্নাতক পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশিত, জানুন বিস্তারিত

 

নিউজ ডেস্ক: সর্বভারতীয় অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট-স্নাতক) ‘অ্যানসার কি’ প্রকাশিত হল। প্রার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in থেকে ডাউনলোড করতে পারবেন। 

NEET 2021 answer key ডাউনলোডের করার উপায় 

১) প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ওয়েবসাইট ntaneet.nic.in-তে যান।

২) এরপর ‘অ্যানসার কি’ লিঙ্কে ক্লিক করন।

৩) নতুন পেজ খুললে সেখানে লগইন সংক্রান্ত তথ্য দিন।

৪)  ‘অ্যানসার কি’ ডাউনলোড করুন।

৫) প্রয়োজনীয় নির্দেশিকা দেখুন।

৬) ‘অ্যানসার কি’ নিয়ে কোনও আপত্তি থাকলে চ্যালেঞ্জ করুন।

চ্যালেঞ্জ ফি

আগামী ১৭ অক্টোবর (রবিবার) রাত ন'টা পর্যন্ত ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে। ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জের জন্য প্রার্থীদের ১,০০০ টাকা দিতে হবে। ওইদিন রাত ১০ টা পর্যন্ত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা পেটিএমের মাধ্যমে ফি জমা করা যাবে। অনলাইনে টাকা দেওয়ার প্রসেসিং স্লিপ ছাড়া কোনও আপত্তি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শুধুমাত্র অনলাইনেই ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে। 

সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ‘অ্যানসার কি’ (NEET 2021 answer key) ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক : এখানে ক্লিক করুন।

close