Kode Iklan atau kode lainnya

সাভারকর-সুভাষকে এক আসনে বসিয়ে অমিত শাহ বললেন নেতাজির প্রতি অবিচার হয়েছে

 

নিউজ ডেস্ক: নেতাজির প্রতি অবিচার হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে সাভারকর-সুভাষকে এক আসনে বসালেন তিনি। নেতাজিকে নিয়ে ফের একবার বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দামানে গিয়ে নেতাজির ‘অবমাননা’ নিয়ে সরব হলেন তিনি৷ তাঁর অভিযোগ, নেতাজি তাঁর প্রাপ্য সম্মান পাননি, তাঁর সঙ্গে অন্যায় হয়েছে।

নেতাজির প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, ‘‘বহু বছর ধরে স্বাধীনতা সংগ্রামের নায়কদের ভাবমূর্তি খর্ব করার চেষ্টা চলে এসেছে৷ কিন্তু এখন সময় এসেছে, ইতিহাসে তাঁদের সঠিক জায়গা দেওয়ার৷ দেশের জন্য যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, ইতিহাসে তাঁদের সঠিক জায়গা দেওয়া প্রয়োজন৷ সেই কারণেই নেতাজির নামে এই দ্বীপের নামকরণ করেছি আমরা৷ এ বছর আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি আমরা৷ একই সঙ্গে পালন করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী ৷’’

এরপর সাভারকরের সঙ্গে কার্যত একই আসনে নেতাজিকে বসিয়ে অমিত শাহ বলেন, ‘‘নেতাজির জীবনের দিকে চোখ রাখলেই বোঝা যায়, তাঁর সঙ্গে কত অবিচার হয়েছে৷ ইতিহাসে যে স্থান পাওয়ার কথা ছিল, তাঁকে তা দেওয়া হয়নি৷ এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীতার পুণ্যভূমি৷ দেশের যুবসমাজকে বলব, এক বার অন্তত এখানে আসতেই হবে৷ সাভারকর এবং নেতাজি আজও এখানকার বাতাসে মিশে রয়েছেন৷’’

তবে বসু পরিবারের সদস্য বিজেপি নেতা চন্দ্রকুমার বসু টুইটারে তিনি লেখেন, ‘সাভারকরের যোগদান থাকলেও, প্রত্যেকেরই কিছু সীমাবদ্ধতা রয়েছে৷ 11 বছর সেলুলার জেলে ছিলেন, যা মোটেই লঘু বিষয় নয়৷ তুলনা করা উচিত নয়, তবে সাভারকর না ভগৎ সিং ছিলেন, না নেতাজি সুভাষচন্দ্র বসু৷’ 

close