Kode Iklan atau kode lainnya

61 শতাংশ ভারতীয়রা শিক্ষকদের বিশ্বাস করেন, সমীক্ষায় উঠে এল তথ্য

নিউজ ডেস্ক: রাজনীতিবিদদের একেবারেই বিশ্বাসই করেন না ভারতীয়রা! এমনই তথ্য সমীক্ষায় উঠে এল। বিভিন্ন সমাবেশে রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রতিশ্রুতির বন্যায় ভেসে যান আম নাগরিক৷ একাধিক প্রতিশ্রুতি দিয়ে থাকেন নেতা-নেত্রীর। আসলেই কি রাজনীতিবিদদের ভারতবাসীর অপমার জনসাধারণ বিশ্বাস করেন? উত্তর একেবারেই ইতিবাচক নয় ৷ 

ইপসস ট্রাস্টওয়ার্দিনেস ইনডেক্স 2021 (Ipsos Global Trustworthiness Index 2021) অনুযায়ী, শহুরে ভারতীয়রা সবচেয়ে বেশি বিশ্বাস করেন সেনাবাহিনী (64 শতাংশ) ও বিজ্ঞানীদের (64 শতাংশ) ৷ তারপরে রয়েছেন শিক্ষক (61 শতাংশ) ও চিকিৎসকরা (58 শতাংশ) ৷ আর ভারতীয়রা সবচেয়ে কম বিশ্বাস করেন রাজনৈতিক নেতা-নেত্রী এবং বিজ্ঞাপনের কাজের সঙ্গে যুক্তদের ৷

বিশ্বের নিরিখে চিকিৎসকরা (64 শতাংশ) সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য৷ গ্লোবাল ট্রাস্টওয়ার্দিনেস ইনডেক্স 2021 (Global Trustworthiness Index 2021) অনুযায়ী, বিজ্ঞানীদের 61 শতাংশ, শিক্ষকদের 55 শতাংশ বিশ্বাসযোগ্যতা রয়েছে। প্যানডেমিকের সময় ভালো কাজের জন্য শিক্ষক-শিক্ষিকা ও চিকিৎসকদের বিশ্বাসযোগ্যতাও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে৷

ইপসস 28 টি দেশের 19 হাজার 570 জনের উপর তাদের সমীক্ষা চালিয়েছে৷ চলতি বছরের এপ্রিলের 23 তারিখ থেকে 7 মে পর্যন্ত অনলাইনে ওই সমীক্ষা করা হয়৷ সেখানে দেখা গিয়েছে ভারতের ক্ষেত্রে রাজনীতিবিদ, মন্ত্রী ও বিজ্ঞাপনী কর্মকর্তাদের একেবারেই বিশ্বাস করেন না সাধারণ জনগণ। 

close