প্রাথমিকের প্রশ্ন ভুল মামলায় আজ পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে সশরীরে কোর্টে হাজিরার নির্দেশ!

প্রাথমিক টেট ২০১৪ প্রশ্ন ভুল মামলায় দোষী পর্ষদ। কলকাতা হাইকোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননার অভিয
 

নিউজ ডেস্ক: প্রাথমিক টেট ২০১৪ প্রশ্ন ভুল মামলায় দোষী পর্ষদ। কলকাতা হাইকোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননার অভিযােগ প্রশ্ন ভুল মামলায় আজ সােমবার পর্ষদ সভাপতির থেকে জবাব চাইবে আদালত। জবাবে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপের পথে হাটতে পারে হাইকোর্ট।  আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিবও। যেকোনোও দিন পর্ষদ সভাপতি এবং পর্ষদ সচিবের শাস্তি ঘোষণা হতে পারে। তাঁর আগে আজ পর্ষদের শেষ সুযোগ দিয়েছে আদালত। আজ সোমবার সশরীরে হাজিরা দিতে হবে পর্ষদ সভাপতিকে।

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই মামলাটি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কেসং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে উঠবে। ১১ নম্বর কোর্টের ১৩ নম্বর সিরিয়ালে মামলাটি আছে। এদিন সকাল ১১টা থেকে কোর্ট বসবে। মামলাটি আর্জেন্ট আবেদন হিসাবে শুনানি হবে।

কেন আদালতের দেওয়া ২০১৮ সালের নির্দেশ মানেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ? তাঁর উত্তর চাওয়া হতে পারে। সেক্ষত্রে আদালত জবাবে সন্তুষ্ট না হলে সমস্যায় পড়তে পারেন মানিক ভট্টাচার্য। আগামী ১৩ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১ টাই কোর্টে সশরীরে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০১৮ সালের দিকে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশে জানান, প্রথমিকের টেটের অন্তত ছয়টি প্রশ্নের সম্ভাবন্য উত্তরগুলি হয় ভুল ছিল, না হলে প্রশ্নেই গলদ ছিল। তাই ওই প্রশ্নগুলির উত্তর দিলেই ফুল মার্কস দেবে প্রাথমিক বোর্ড। মার্কস দেওয়ার পর  ক্যাটাগরি অনুযায়ী টেট উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতামান পেরোলেই পরীক্ষার্থীদের চাকরি দেওয়ার বিষয়ে বিবেচনা করতে হবে।

২০১৮, ২০১৯,২০২০ তিনবছর অনেক আইনি লড়াই পর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ মেনে নেয় প্রাথমিক বোর্ড।  পায়েল বাগ সহ অনেক পরীক্ষার্থী আদালত অবমাননার অভিযোগে কোর্টের দ্বারস্থ হন। কেন আদালতের নির্দেশে মেনে তিন বছরেও আদালতের নির্দেশে কার্যকর করতে পারেনি পর্ষদ? সেটা জানতেই এবার পর্ষদ সভাপতিকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কেন হাইকোর্টের নির্দেশ মানেননি পর্ষদ সভাপতি তাঁর উত্তর তিনি দেবেন। আসলে পর্ষদের হয়ে আইনজীবীরা যে সওয়াল-জবাব করছিলেন তাতে একেবারেই সন্তুষ্ট নন বিচারপতি। তাই এবার সরাসরি পর্ষদ সভাপতিকেই তলব হাইকোর্টের। এখন দেখার সোমবার আদালতে এই বিষয়টি কোন পর্যন্ত গড়ায়। 

CommentTutupHere
close