Kode Iklan atau kode lainnya

মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/গ্র্যাজুয়েশন যোগ্যতায় ৩২৬১টি শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত

 

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরিপ্রার্থীদের জন্য। স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে স্টাফ সিলেকশন কমিশন Phase- IX 2021 বিজ্ঞপ্তির মাধ্যমে। Staff Selection Commission Group- C & Group- D Recruitment 2021

মোট শূন্যপদ: 3261 টি (SC- 477, ST- 249, OBC- 788, UR- 1366, ESM- 133, EWS-381)।

শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ। বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করেননি।  

বয়স: 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে বিভিন্ন পদ অনুযায়ী বয়স সীমা 18-30 বা 18-27 বা 18-25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 25 অক্টোবর, 2021 তারিখ পর্যন্ত।

আবেদন ফি: আবেদন ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে চাকরি প্রার্থীকে। আবেদন ফি জমা দেওয়া যাবে BHIM UPI, Net Banking, VISA Card, Master Card, Debit Card, Credit Card বা State Bank of India -র ব্যাংক চালানের মাধ্যমে। মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এক্স সার্ভিসম্যান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 28 অক্টোবর 2021। 

নিয়োগ পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেসড্ অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 2022 সালে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ।  কম্পিউটার বেসড্ অনলাইন পরীক্ষা হবে 200 নম্বরের। প্রশ্নের সংখ্যা 100 টি। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2। পরীক্ষার সময় সীমা 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং 0.5 অর্থাৎ একটি প্রশ্নের উত্তর ভুল হলে 0.5 নম্বর কেটে নেওয়া হবে।

Dates for  submission  of  online  applications:  24-09-2021  to  25-10-2021 

Last date  for  receipt  of  application:  25-10-2021  (up  to  23.30  PM) 

Last date  for  making online  fee  payment:  28-10-2021  (23.30  PM)   

Last date  for  generation  of  offline  Challan:  28-10-2021  (23.30  PM) 

Last date  for  payment  through  Challan  (during working  hours  of  Bank):  01-11-2021 

Dates   of  Computer  Based  Examination:  January/February  2022

Official Notice: Download Now

Apply Now- Click here

close