Kode Iklan atau kode lainnya

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হোন রতন টাটা! ক্যাম্পেনিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়



নিউজ ডেস্ক: ২০২২ সালের জুলাই মাসে দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদকাল শেষ হতে চলেছে। আগামী ১ লা অক্টোবর ৭৬ বছর বয়স হবে তাঁর। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? সেই প্রশ্ন নিয়েই সোশ্যাল মিডিয়া সরগরম। এখেনেই উঠে আসছে রতন টাটার নাম। 

#RatanTata4President ট্রেন্ডিং ক্যাম্পেন চলছে টুইটারে। সোশ্যাল মিডিয়া জুড়ে এটাই দাবি উঠেছে। যা রীতিমত ভাইরাল। এই শিল্পপতি নিজের স্বচ্ছ ভাবমূর্তি ও আধুনিক মনস্ক মনোভাবের জন্য জনসমাজে বিশেষত দেশের যুব সমাজের কাছে বিশেষ পছন্দের ব্যক্তিত্ব তিনি।

দেশ জুড়ে টুইটারে ক্যাম্পেনিং চলছে রতন টাটা কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করার। যদিও কেন্দ্রের তরফে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোন সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে দেশের জনগণের একটা বড় অংশের পছন্দ হচ্ছেন রতন টাটা। তাই বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ অন্তত এক বছর বাকি থাকলেও এখন থেকেই শুরু হয়েছে জোর ক্যাম্পেনিং। 

সম্ভাব্য তালিকায় কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খান, রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু প্রমুখের নাম উঠে এসেছে। এবার দেখার এই ভাবনায় রতন টাটার নাম সামনে আসে কিনা।

close