Kode Iklan atau kode lainnya

ছেলের লেখা পড়ার জন্য নিজেদের শেষ সম্বল বাড়িটাকেও বিক্রি করেছিলেন বাবা-মা, আইপিএস অফিসার হয়ে বাড়ি কিনলেন সেই ছেলে

নিউজ ডেস্ক: ইউপিএসসি পরীক্ষাকে আমাদের দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসাবে মানা হয়। যেখানেই পরীক্ষাটি তিনটি পর্যায়ে পরিচালিত হয় যে সকল পরীক্ষার্থী পাস করেন, তারা grade-a পরিষেবা দেবার জন্য নির্বাচিত হন, যেমন কালেক্টর, এসপি, গেজেটেড অফিসার। ইউপিএসসি পরীক্ষা পাস করতে গেলে করতে হয় কঠোর পরিশ্রম সাথে পড়াশোনা। যদি কেউ প্রথম প্রয়াসেই ইউপিএসসি পরীক্ষা পাশ করে তবে মানতে হবে সে অত্যন্ত মেধাবী ছাত্র। 

এমনই মিরাকেল ঘটনা ঘটিয়েছিলেন বিহারের গোপালগঞ্জের বাসিন্দা প্রদীপ সিংহ। তার বাবা পেট্রোল পাম্প এ কাজ করতেন। তিনি মাত্র ২২ বছর বয়সে প্রথম প্রয়াসে ইউপিএসিতে ৯৩ স্থান দখল করেছিলেন অল ইন্ডিয়াতে। বর্তমানে আইপিএস অফিসার হয়ে কাজ করছেন প্রদীপ। 

তবে ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তার বাবা বিক্রি করে দিয়েছিলেন বাড়ি।ছোটবেলা থেকেই বরাবরই মেধাবী ছাত্র ছিলেন প্রদীপ। পড়াশোনা নিয়ে বরাবরই তার আগ্রহ। সালে জুন মাসে প্রদীপ ইউপিএসসি পরীক্ষার জন্য দিল্লিতে গিয়েছিলেন কোচিং এর জন্য।সেই জন্য নিজের শেষ সম্বল বাড়িটি বিক্রি করে দেন বাবা। যদিও দিল্লিতে তিনি বাজিরাও কোচিংয়ে পড়াশুনা শুরু করেন। প্রদীপ তার বাড়ির পরিস্থিতি ও আর্থিক অবস্থা

ইউপিএসসি পরীক্ষায় পাশ করবার পর তার সাফল্যের পিছনে তার বাবা-মায়ের অবদানকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন ‘যে ফলাফলটি এসেছে সেটি তার বাবা-মায়ের কঠোর পরিশ্রম ও প্রার্থনার ফল’ ছেলে প্রদীপ কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে তার বাবা মার যে স্বপ্ন পূরণ করেছে, বা বাবা-মায়ের যোগ্য সম্মান রেখেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

close