Kode Iklan atau kode lainnya

‘বাংলায় গণহত্যা চলছে, অযোগ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করুন’, অমিত শাহকে শুভেন্দু

 

নিউজ ডেস্ক: বাংলায় গণহত্যা চলছে, পদক্ষেপ করুন, দিল্লি সফরে গিয়ে অমিত শাহের কাছে আবেদন করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া দিল্লিতে দাঁড়িয়ে শুভেন্দুবাবু বলেন, আমাদের সংগঠনে যে কোনও সময় শীর্ষনেতাদের পথনির্দেশ নেওয়ার সুযোগ রয়েছে। তাই আমি অমিত শাহের সঙ্গে দেখা করেছি। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের বিষয়ে সরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছি।

শুভেন্দু বলেন, ‘পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সব থেকে ভয়াবহ গণহত্যা চলছে। এব্যাপারে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্য সরকারের বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি জানিয়েছি।’

টিকাকরণ নিয়ে রাজ্যে দুর্নীতির অভিযোগ করে  শুভেন্দু বলেন, ‘রাজ্যে প্রচুর টিকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমি আরও টিকা পাঠানোর জন্য আবেদন জানিয়েছি। যাতে রাজ্যের প্রতিটি মানুষ টিকা পান। গোটা দেশে একমাত্র কোউইন অ্যাপের মাধ্যমেই টিকাকরণের নির্দেশ রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ সরকার বেনভ্যাক্স নামে একটি আলাদা অ্যাপ বানিয়েছে। আমি সেকথা জানিয়েছি। আমাকে জানানো হয়েছে, এর আগেও কয়েকটি রাজ্য এই ধরণের কাজ করেছিল। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে।’

এদিন প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দুবাবু। এর পর বৈঠক করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে, যিনি সিবিআইয়ের হয়ে কলকাতা হাইকোর্টে নারদ মামলা লড়ছেন। এর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর।

close