Kode Iklan atau kode lainnya

রাজ্যের স্কুলে গ্রুপ সি, ডি পদে নিয়োগ অন্তত ১০ হাজার, বিজ্ঞপ্তি জুলাইয়ের প্রথম দিকেই

 

নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো খবর। খুব শীঘ্রই রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ ডি, গ্রুপ সি কর্মী এবং গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান)পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হতে চলেছে। কিন্তু শূন্যপদ কত? জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) কাছ থেকে এই মর্মে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১০ হাজার পেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। গ্রুপ ডি-তে অষ্টম শ্রেণি এবং গ্রুপ সি-তে মাধ্যমিক উত্তীর্ণ হল চাকরি পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। গ্রন্থাগারিক নিয়োগের ক্ষেত্রে ব্যাচেলর ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা সমতুল ডিগ্রি থাকতে হবে। 

কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলির চেয়ারম্যানদের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছেন এসএসসির সচিব। তাতে বলা হয়েছে, স্কুলশিক্ষা কমিশনারের তরফে অবিলম্বে শূন্যপদের সংখ্যা জানতে চাওয়া হচ্ছে। তাই ডিআইদের কাছে থেকে যেন দ্রুত এই শূন্যপদের হিসেব চেয়ে নেওয়া হয়। আগামী ২৫ জুনের মধ্যে তা এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে হবে। 

এই সম্পর্কে বৃহস্পতিবার একজন ডিআই জানিয়েছেন, ‘শূন্যপদের যে পুরনো হিসেব রয়েছে, তার স্ক্রুটিনি করা হচ্ছে। এই সময়ের মধ্যে সংখ্যাটা কিছু বেড়ে থাকলে প্রধান শিক্ষকদের কাছে তা জানতে চাওয়া হবে। যথাসময়েই সেই পরিসংখ্যান কমিশনে পৌঁছে যাবে।’

রাজ্যের স্কুলগুলিতে শেষবার গ্রন্থাগারিক নিয়োগ হয়েছিল ২০১৩ সালে। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ক্ষেত্রে ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশের পর, ২০১৮ সালের এপ্রিলে কর্মী নিয়োগ শুরু হয়। পাঁচ হাজারের কিছু বেশি নিয়োগ হয়েছিল সেবার। তবে, রাজ্য সরকার নতুন প্রায় পাঁচ হাজার উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করেছে। আবার বহু বিদ্যালয় পরবর্তী ধাপে উন্নীত হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ হাজার স্কুলের অধিকাংশতেই শূন্যপদ রয়েছে। তুলনায় কিছুটা কম হলেও বহু স্কুলে ফাঁকা গ্রন্থাগারিকের পদ।

জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে আশাবাদী তথ্যাভিজ্ঞ মহলের একাংশ। প্রিলিমস এবং মেইনস, এই দু’ধাপে পরীক্ষা হবে। গ্রুপ সি-র ক্ষেত্রে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান, টাইপিংয়ের গতি দেখা হয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ, কাউন্সেলিং এবং শিক্ষাগত যোগ্যতা খাতে প্রাপ্ত নম্বরকে বাদ রাখার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রেও তেমন কিছু হবে কি না, তা বিজ্ঞপ্তি প্রকাশের পরেই বিস্তারিত জানা যাবে।

close