Kode Iklan atau kode lainnya

টেট সার্টিফিকেটের মেয়াদ করা হল আজীবন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি

  

নিউজ ডেস্ক: প্রাথমিক বা উচ্চ-প্রাথমিক স্তরে শিক্ষক পদে নিয়োগের জন্য অবশ্যই টেট পাস করা দরকার। এর আগে টেট শংসাপত্রের বৈধতার মেয়াদ ছিল মাত্র ৭ বছরের জন্য।  অর্থাৎ যদি কোনও প্রার্থী ২০১১ সালে টেট পাশ করে থাকেন তবে তার সার্টিফিকেটের মেয়াদ ছিল কেবল ২০১৮ পর্যন্ত এই সময়ে তিনি সরকারী শিক্ষকের চাকরীর জন্য আবেদন করতে পারতেন। এর পরে আর ওই সার্টিফিকেটের গুরুত্ব থাকতো না। 

তবে এখন ঐ বাধ্যবাধকতা অপসারণ করা হয়েছে। টেট সার্টিফিকেট এখন থেকে আজীবনের জন্য বৈধ হবে।  তবে, এই বিধিটি ২০১১ সালের আগে টেট পাশ করা প্রার্থীদের ক্ষেত্রে গ্ৰহণীয় হবে না।


আগেই ঘোষণা হয়েছে। এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে টেট সার্টিফিকেট সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হল। সেখানে বলা হয়েছে, টেটের সার্টিফিকেটের মেয়াদ ৭ বছর থেকে বেরিয়ে আজীবন করে দেওয়া হল। টেটের আজীবন মেয়াদ (শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা) ২০১১ সাল থেকে প্রযোজ্য হবে।  অর্থাৎ, ২০১১ সালে যে প্রার্থীরা টেট পাশ করেছেন, তাদের টেট শংসাপত্র আজীবনের জন্য বৈধ হবে।

close