Kode Iklan atau kode lainnya

বাংলার সমস্যা নিয়ে নড্ডার সঙ্গে অনেক কথা হয়েছে, তিনি বাংলার পাশেই থাকবেন: শুভেন্দু


নিউজ ডেস্ক: তড়িঘড়ি দিল্লি থেকে ডাক পড়েছিল। সেখানে গিয়ে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সেই সাক্ষাতের ছবি পোস্ট করেন নেটমাধ্যমে। নড্ডার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে শুভেন্দু টুইটে লিখেছেন, ‘বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত। রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা ও তার সমাধান নিয়ে জেপি নড্ডার সঙ্গে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেছেন, প্রতিটি কার্যকর্তার সঙ্গে দল সব সময় থাকবে।’

পাশাপাশি, অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু টুইট করেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলা নিয়ে কথা বলেছি। ওঁর আশীর্বাদ চেয়েছি। ইনি আশ্বস্ত করে জানিয়েছেন, বাংলার পাশেই থাকবেন।’

কাঁথি পুরসভা থেকে ত্রিপল লুঠের অভিযোগের নিয়েও মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লিতে শুভেন্দু বলেছেন, ‘‘আমার এত দুর্ভাগ্য হয়নি যে, ত্রিপল চুরি করতে যাব। এফআইআর দায়ের কেউ করতেই পারে। আইনি পথে তার জবাবও দেওয়া হবে।’’

close