Kode Iklan atau kode lainnya

এবার মিড-ডে মিল রান্নার টাকা পাবে পড়ুয়ারা, উপকৃত হবে ১১.৮ কোটি

 

নিউজ ডেস্ক: করোনার আবহে দীর্ঘদিন ধরেই স্কুলের পঠন-পাঠন বন্ধ রয়েছে। ফলে স্কুলে যেতে হচ্ছে না পড়ুয়াদের। ফলে মিড-ড-মিলের রান্না স্কুলে হচ্ছে না। আগে স্কুলে দেওয়া হত রান্না করা খাবার। যদিও কোভিড অতিমারির মধ্যে মিড-ডে মিল প্রকল্প চাল-ডাল ইত্যাদি শুকনাে খাবার দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। ফলে এত দিনের রান্না করার খরচ জমা থেকে গিয়েছে কেন্দ্রীয় সরকারের ঘরে।

 

সেই ১২ হাজার কোটি টাকা এ বার ছাত্রছাত্রীদের (কিংবা তাদের অভিভাবকদের) ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এ ভাবে সরাসরি সুবিধা হস্তান্তর তথা ডিবিটির মাধ্যমে উপকৃত হবে প্রথম থেকে অষ্টম শ্রেণির ১১.৮ কোটি পড়ুয়া।  

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পােখরিয়াল “নিশঙ্ক'র অনুমােদন মেলার পরে এ নিয়ে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছে। শুক্রবার। এই অর্থ পড়ুয়ার রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ানাের কাজে আসবে বলে মনে করে সরকার।

close