'কর্মফল পেতেই হবে', শোভন ইস্যুতে মন্তব্য করলেন দেবশ্রী রায়

কর্মফল পেতেই হবে', শোভন ইস্যুতে মন্তব্য করলেন দেবশ্রী রায়


নিউজ ডেস্ক: দুই বারের বিধায়ক। তবে এবার আর তৃণমূলের টিকিট পাননি। এখন রাজনীতি থেকে অনেকটাই দূরে শতাব্দী রায়। আবার অভিনয়ের দিকে মনোনিবেশ করলেন তিনি। টেলিভিশনের দিকে ঝুঁকলেন দেবশ্রী।  এ বার 'সর্বজয়া' রূপে দেবশ্রী রায়। 

তবে এরই মধ্যে শোভন-বৈশাখী নিয়ে মুখ খুললেন দেবশ্রী। কিছু মাস আগে শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেবশ্রী সম্পর্কে বেশ কিছু অপমানজনক কথা বলেছিলেন। নায়িকার কোনও কাজ নেই, সে কথাও তুলেছিলেন বৈশাখী। এখন শোভন চট্টোপাধ্যায়ের নারদ কাণ্ডে গ্রেপ্তার পর্ব দেখে তাঁর কী মনে হচ্ছে?

এই প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, 'পাগলে কী না বলে' ভেবে কথাগুলো উড়িয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কিছু ঘটলে, আমি ঈশ্বরকে জানাই। মানুষকে জানাই না। বলি, তুমি এর বিচার করো। মানুষ তো নিমিত্তমাত্র। মানুষ ভুল করবে আর তারপর ভগবানের পুজো করে পার পেয়ে যাবে, সেটা হয় না। কর্মফল পেতেই হবে। সে জন্য আমায় কে কী বলেছে, তার বিচার ভগবান করছেন। যা কিছু ঘটছে বা ঘটবে, সেটা কর্মফল।'

LihatTutupKomentar
close