Breaking News
Home / বিশ্ব জাহান / 2010-19 সালের মধ্যে ভারতের জন সংখ্যা প্রতি বছরে 1.2% বৃদ্ধি পেয়েছে

2010-19 সালের মধ্যে ভারতের জন সংখ্যা প্রতি বছরে 1.2% বৃদ্ধি পেয়েছে

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: ভারতের মোট জনসংখ্যা 2010 থেকে 2019 সালের মধ্যে প্রতি বছরে 1.2% বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের গড় জনসংখ্যার বৃদ্ধির (1.1%) সামান্য বেশি। এই সময় চীনের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 0.5%। গত বছর বিশ্বের মোট জনসংখ্যা ছিল 7.633 বিলিয়ন। এবছর সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 7.715 বিলিয়ন। বর্তমানে মানুষের গড় আয়ু 72 বছর।

সর্বনিম্ন উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ। আফ্রিকার দেশগুলিতে গড় জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছরে 2.7%। বিশ্বব্যাপী জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি পর্যবেক্ষণ করলে দেখা যায়, 2050 পর্যন্ত জন সংখ্যা বৃদ্ধির বেশির ভাগটাই হবে আফ্রিকায়, অথবা বৃহৎ জনসংখ্যার দেশগুলি, যেমন ভারত ও নাইজেরিয়া। ইউরোপের বেশিরভাগ দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার নেগেটিভ।

সাধারণত কোনো দেশের মা পিছু সন্তান সংখ্যা 2.1 বা তার কম হলে জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক হয়ে যায়। এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেট। আশার কথা ভারতের 24 টি রাজ্যের মধ্যে অর্ধেকেরও বেশি রাজ্যে মা পিছু সন্তান সংখ্যা এই রিপ্লেসমেন্ট ফার্টিলিটি রেটস থেকে কমে এসেছে।কিন্তু উত্তর ভারতের কিছু রাজ্যে, বিশেষ করে বিহার এবং উত্তর প্রদেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলে ভারতের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি হচ্ছে। তুলনায় দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গের মত কিছু রাজ্য জন্ম নিয়ন্ত্রণে ভালো ফল করেছে।

এই রিপোর্টে 1994 সালে জনসংখ্যা ও উন্নয়নের(আইসিপিডি) 25 বছরের আন্তর্জাতিক সম্মেলনকে চিহ্নিত করে, যেখানে 179 টি দেশ, জনসংখ্যা বৃদ্ধির সাথে যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য একটি অধিকার ভিত্তিক উন্নতিতে সম্মত হয়েছিল। 1994 সাল থেকে জন্মকালীন বা জন্মের আগেই শিশুমৃত্যু কমপক্ষে 40% কমেছে।

ভারতের জনসংখ্যা অনুযায়ী নির্বাহী পরিচালক পুনম মুত্তরেজা বলেন “ভারত জনসংখ্যা নিয়ন্ত্রণে কিছু ভালো পলিসি গ্রহণ করেছে। পারিবারিক পরিকল্পনা এবং ছোট পরিবার ও সুখী পরিবারের উৎসাহ দিচ্ছে। এগুলো কিছুটা সাফল্য পেলেও, এখনো পুরোপুরি সফল হয় নি।”

Check Also

করোনাতে আক্রান্ত হয়ে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন! 

নিউজ ডেস্ক: এখনও পর্যন্ত আমেরিকাতে ২৪৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। আমেরিকায় ১৪২,০৭০ জনের …

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনা আপডেট: বিনামূল্যে চার লক্ষ্য গৃহহীন ও অভাবী মানুষকে খাবার দেবে দিল্লি সরকার

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …