Breaking News
Home / চাকরির খবর / হতে পারে অষ্টম কাউন্সেলিং, এসএসসির পরবর্তী বিজ্ঞপ্তি জানুয়ারী মাসে!

হতে পারে অষ্টম কাউন্সেলিং, এসএসসির পরবর্তী বিজ্ঞপ্তি জানুয়ারী মাসে!

নিউজ ডেস্ক: চলছে এসএসসির ৯-১০ এর ৭ম কাউন্সেলিং। যদিও অনেকেই ভাবেননি যে সপ্তম কাউন্সেলিং হবে। তবে জানা গিয়েছে এখনও কিছু সিট বাকি আছে ফলে ৮ম কাউন্সেলিংও হবে। এসএসসি সূত্রের খবর ৮ম কাউন্সেলিং হবে শেষ কাউন্সেলিং।

তবে একই সঙ্গে জানা গিয়েছে নতুন পরীক্ষার্থীর জন্য কিছু খুশির খবর। এসএসসি সূত্রে খবর, জানুয়ারী মাসেই শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। 

কিন্তু কেমন হবে পরীক্ষার প্যাটার্ন? জানা গিয়েছে, নতুন নিয়মে দুই নম্বরের প্রশ্ন থাকার কথা ৪০ টি। মোট ৮০ নম্বরের লিখিত পরিক্ষা হবে। আর অ্যাকাডেমিকের উপর থাকবে ২০ নম্বর। অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা। লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৯০মিনিট। এখনও পর্যন্ত এটাই ঠিক হয়ে আছে। তবে কমিশনের একটি সূত্রে খবর MCQ টাইপের প্রশ্নও হতে পারে। যদিও এখনো ফাইনাল হয়নি। জানুয়ারী তেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

ফলে যে সমস্ত পরীক্ষার্থী আগামী এসএসসির পরীক্ষার দিকে তাকিয়ে আছেন, তাঁরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দিন। কারণ এসএসসির যা বর্তমান অবস্থা একবার সুযোগ চলে গেলে আবার কবে সুযোগ আসবে বলাই দায়!   

Check Also

এই মুহূর্তে ভারতীয় রেলে শূন্যপদের সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ২২৭টি, আদৌ কি নিয়োগ হবে!

নিউজ ডেস্ক: ক্ষমতায় এলে যুবসমাজের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতির ফানুস উড়িয়েছিলেন নরেন্দ্র …

পিএইচডিতে ভর্তির নতুন বিজ্ঞপ্তি জারি করল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক: ভালো খবর উচ্চ শিক্ষা নিতে আগ্রহী পড়ুয়াদের জন্য। খুব শীঘ্রই নেতাজি সুভাষ মুক্ত …

রাজ্যে প্রায় সাড়ে ১৩ হাজার স্যাক্ট টিচার রয়েছেন, ত্রুটিপূর্ণ নথি জমাকারী শিক্ষককে ফের তথ্য জমা করার নির্দেশ

নিউজ ডেস্ক: অতিথি শিক্ষক, আংশিক সময়ের শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষকদের একটি ছাতার তলায় …

আবার পিছিয়ে গেল আপারের রায়দান, একসপ্তাহ পর হতে পারে পরবর্তী শুনানি

নিউজ ডেস্ক: আজও হল না রায়। ফের পিছিয়ে গেল আপার প্রাইমারীর শুনানি! আজ কলকাতা হাকোর্টে …

আজ আপারের শুনানি, কোর্টের দিকে তাকিয়ে আছেন চাকরি প্রার্থীরা

নিউজ ডেস্ক: আজ হাইকোর্টে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি আছে। এই রায়ের উপর …

তুলে নেওয়া হলে এসএসসির মেধা তালিকা, মুচড়ে পড়ছেন ওয়েটিং-এ থাকা হবু শিক্ষকেরা, তবে কি এবার নতুন বিজ্ঞপ্তি?

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে নবম থেকে দ্বাদশের মেরিট লিস্ট গতকাল বিকালে তুলে …

Breaking News: পশ্চিমবঙ্গ সার্কেলের জিডিএস এর ফল প্রকাশিত হল!

নিউজ ডেস্ক: দেশ জুড়ে পোস্ট অফিসগুলিতে প্রায় ২০ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করার কথা …

Leave a Reply

Your email address will not be published.