Breaking News
Home / প্রযুক্তি / স্কুল পালানো রুখতে স্মার্ট ইউনিফর্ম চালু করলো চীন!

স্কুল পালানো রুখতে স্মার্ট ইউনিফর্ম চালু করলো চীন!

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: চীন মানেই নতুন উদ্ভাবন। চীন মানেই নতুন প্রযুক্তি। এবার চীন নিয়ে আসল এক নতুন প্রযুক্তি যার সাহার্য্য নিয়ে খুব সহজেই শিক্ষার্থীদেরকে স্কুল মুখী করা যাবে। শিক্ষার্থীরা প্রায়ই স্কুল ফাঁকি দেয়, তারা বাসা থেকে স্কুলের কথা বলে বের হলেও প্রায়ই স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। আর এই সমস্যা সমাধান করার জন্যই এক নতুন প্রযুক্তি ব্যবহার করছে চীনের স্কুলগুলো।
তারা এক নতুন ধরনের ‘স্মার্ট ইউনিফর্ম’ বা ‘স্মার্ট পোশাক’ চালু করেছে যেটা চিপ যুক্ত। এই পোশাকটি পরা থাকলেই শিক্ষার্থী কোথায় আছে তা খুব সহজেই জানতে পারবে স্কুল কর্তৃপক্ষ। এর ফলে স্কুলড্রেস পরে কেও স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে অন্য কোথাও গেলে তা সহজেই ধরে ফেলা যাবে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্ত বিষয়ক গণমাধ্যম দ্য ভার্জ এই কথা জানিয়েছে। গণমাধ্যমটি জানায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতেই এই নতুন উদ্যোগ নিয়েছে চীনের স্কুলগুলো।
এই পোশাক ধোওয়া হলেও চিপের কোনো কোনও সমস্যা হয় না। এটা অন্তত 500 বার ধোওয়া যাবে এবং এটা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিক থাকে। কোনও শিক্ষার্থী যদি ক্লাসে ঘুমিয়ে যায় তাহলেও খুব সহজেই স্মার্ট পোশাকের মাধ্যমে শনাক্ত করা যাবে।


বর্তমানে চীনের গুইজো প্রদেশের 10টি স্কুলে এই স্মার্ট পোশাক ব্যবহৃত হচ্ছে। চীনের গুইঝৌ প্রদেশের একটি স্কুলের অধ্যক্ষ র‌্যান রুজিয়াং জানিয়েছেন যে নভেম্বর থেকেই তাদের স্কুলে স্মার্ট ইউনিফর্ম বাধ্যতামূলক। ইতিমধ্যে তার স্কুলের অন্তত 1,400 জন শিক্ষার্থী এই ইউনিফর্ম ব্যবহার করছে বলেও জানান এই অধ্যক্ষ। এই পোশাকের উপকারিতা দেখেই বোঝা যায় যে ভবিষ্যতে এই পোশাক ব্যবহারকারী স্কুলের সংখ্যা অবশ্যই বাড়বে।

Check Also

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনা আপডেট: বিনামূল্যে চার লক্ষ্য গৃহহীন ও অভাবী মানুষকে খাবার দেবে দিল্লি সরকার

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …

ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ১৩৬, মৃত বেড়ে ২০, সেরে উঠেছেন ৭৩ জন

নিউজ ডেস্ক: এই মূহুর্তে ইতালি বা চীন কে ছাপিয়ে গিয়েছে আমেরিকার আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল …

Leave a Reply

Your email address will not be published.